<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে বাণিজ্যিক চাষের সম্ভাবনা তৈরি করেছে বিদেশি ফুল লিলিয়াম। বাগানের চেয়েও ফুলদানিতে লিলিয়াম ফুল সৌন্দর্য বেশি ছড়ায়। এই ফুল শীতপ্রধান অঞ্চলের হলেও বাংলাদেশের মাটিতে চাষের উপযোগী। বিদেশের মাটিতে লিলিয়াম রোপণ করার পর ফুল ফুটতে যত দিন সময় নেয়, তার চেয়ে অর্ধেক সময় নেয় দেশের মাটিতে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল চাষ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুলের চাষ করেছেন। নিজের নার্সারিতে লিলিয়াম ফুল ফুটিয়ে এই উদ্যোক্তা সফল হয়েছেন। এখন তিনি দেশের মাটিতে লিলিয়াম চাষ করে কৃষি অর্থনীতিতে অবদান রাখতে চান। স্থানীয় লোকজন আকর্ষণীয় এই ফুল দেখে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের স্বপ্ন দেখছে। কৃষি বিভাগ লিলিয়াম ফুল চাষ দেশের মাটিতে ছড়িয়ে দিতে চায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে গিয়ে দেখা গেছে, মধুমতী নদীর কাছে মধুমতী অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। প্রায় ১ শতাংশ জমির ওপর এক ফুট দূরত্বের মধ্যে সারিবদ্ধভাবে লিলিয়াম রোপণ করা হয়েছে। পলিনেট হাউসের মধ্যে (উন্নতমানের ইউভি পলি ও শেড নেট ওয়ালপেপারে আবৃত ফুলবাগান) প্রায় আড়াই ফুট উচ্চতার গাছে গাছে অনেকটা লাল রঙের লিলিয়াম ফুল ফুটে আছে। অপরূপ সৌন্দর্য আর চোখ-রাঙানো রংমাখা ফুলে ছয়টি পাপড়ি শোভা পাচ্ছে। আবার অনেক গাছে কুঁড়ি ফুল ফোটার অপেক্ষায় রয়েছে। ফুলের বর্ণচ্ছটা আকর্ষণীয়। দেখলে মনে হয়, কোনো শিল্পি রংতুলি দিয়ে ফুলের গায়ে চিত্র এঁকে রেখেছেন। পাশাপাশি ফুল তার মিষ্টি সুঘ্রাণ ছড়াচ্ছে। বিভিন্ন এলাকার মানুষ ফয়সাল আহম্মেদের নার্সারিতে বিদেশি ফুল দেখতে ভিড় জমাচ্ছে। অনেকেই আবার বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের আগ্রহের কথা জানাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, নেদারল্যান্ডস, ইউরোপ ও উত্তর আমেরিকার শীতপ্রধান দেশগুলোতে লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। ফুল সাধারণত সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের দেখা যায়। বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো। আকর্ষণীয় এবং অনেক দিন ধরে সতেজ থাকায় ফুলপ্রেমীদের কাছে লিলিয়াম ফুলের কদর অনেক বেশি। আলো সহ্য করতে পারে না বলে ঠাণ্ডা ও আলোবিহীন জায়গায় লিলিয়াম ফুল চাষ করতে হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্যোক্তা ফয়সাল আহম্মেদ জানান, লিলিয়ামের বীজ সংগ্রহ করতে তিনি লাল তীর নামে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে লিলিয়ানের দুটি জাতের ২০০টি বাল্ব (কন্দ) এনে পরীক্ষামূলকভাবে তার নিজের নার্সারিতে চাষ করেন। চলতি বছরের ৩১ অক্টোবর প্রায় ১ শতাংশ জমিতে ওই বাল্ব রোপণ করা হয়। এক বর্গফুট অন্তর অন্তর বাল্ব রোপণ করা হয়। মাটিতে বার্মিকম্পোজ, কোকডাস্ট ব্যবহার করা হয় এবং ছত্রাকনাশক স্প্রে করা হয়। পুরোপুরি জৈবিক পদ্ধতিতে চাষ করা হয়েছে। এভাবে পরিচর্যা করার ৩৩ দিনের মাথায় গাছে ফুল ফুটেছে। মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা তার ব্যয় হয়েছে ফুল চাষে, যদিও নেদারল্যান্ডসসহ শীতপ্রধান দেশে সাধারণত ৬৫ থেকে ৭০ দিনের মাথায় গাছ থেকে ফুল হারভেস্টিং করা হয়। ফুলদানিতে এই ফুল প্রায় এক মাস সতেজ থাকে এবং সুঘ্রাণ ছড়ায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফয়সাল আহম্মেদ জানান, দেশের ফুলের মার্কেটে লিলিয়াম ফুলের ভালো চাহিদা রয়েছে। ঢাকায় প্রতিটি লিলিয়াম ফুল খুচরা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। তার নার্সারিতে বিদেশি ফুল দেখে এলাকার অনেকেই লিলিয়াম চাষে আগ্রহী হয়েছে। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিলিয়াম ফুল শীতপ্রধান অঞ্চলের হলেও এটি বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের মাটিতে চাষের উপযোগী। পরীক্ষামূলকভাবে লিলিয়ামের চাষ করে সফলতা পেয়েছি। দেশে বাণিজ্যিক ভিত্তিতে লিলিয়ামের চাষ করা গেলে ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। পাশাপাশি দেশে শিক্ষিত বেকার যুবকরা লিলিয়াম চাষ করেল কর্মসংস্থান পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ জেলার চরগোবরা গ্রামের কৃষি উদ্যোক্তা মো. রমজান শেখ জানান, এই ফুলের অনেক বাজারমূল্য রয়েছে। দেশে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করা গেলে দেশের চাাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক অর্থ আয় করা সম্ভব। ভবিষ্যতে তিনি তার বাড়িতে লিলিয়াম ফুল চাষ করতে চান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাল তীর সিড লিমিটেডের খুলনা বিভাগীয় ম্যানেজার মো. জুন্নুন রহমান জানান, নেদারল্যান্ডস থেকে তারা লিলিয়াম ফুলের বাল্ব আমদানি করেন। এরপর পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষের জন্য বাগেরহাট, হবিগঞ্জ, সিলেট, মাদারীপুর, যশোর, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় ১৫ জন উদ্যোক্তার মাঝে বিনা মূল্যে বাল্ব বিতরণ করেন। ১১ জেলার উদ্যোক্তারা ১৫টি প্রদর্শনী প্লট করেছেন। বাগেরহাটের মোল্লাহাটে লিলিয়াম ফুল চাষের জন্য উদ্যোক্তা ফয়সাল আহম্মেদকে ২০০ বাল্ব দেওয়া হয়। এরপর তাকে নানা ধরনের টেকনিক্যাল সহযোগিতা করা হয়। ফয়সালের নার্সারিতে এরই মধ্যে লিলিয়াম ফুল ফুটতে শুরু করেছে। পরীক্ষামূলক চাষে ফয়সাল সফল হয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. জুন্নুন রহমান আরো জানান, দেশে-বিদেশে লিলিয়াম ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এখন লিলিয়াম ফুল বাজারজাত করা বড় বিষয়। সে জন্য তারা লাল তীরের পক্ষ থেকে পাইকারি ফুল ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন। দেশের মাটিতে শীত অঞ্চলের বিদেশি লিলিয়াম ফুল আশার আলো দেখাচ্ছে বলে তিনি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নাসরীন খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিলিয়াম ফুল বিদেশে সাধারণত শীতপ্রধান অঞ্চলে চাষ হয়। এই ফুলের দুটি জাত রয়েছে। এর মধ্যে ওরিয়েন্টাল জাতের ফুলে সুগন্ধি অনেক বেশি এবং এশিয়াটিকের গন্ধ সামান্য। লিলিয়াম ফুল নিয়ে ২০১৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে গবেষণা শুরু করা হয়। ২০১৭ সালে আমরা লিলিয়াম ফুলের বাল্বসহ উৎপাদন প্যাকেজ উদ্ভাবন করতে সফল হয়েছি। আশার কথা, কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন লিলিয়াম ফুলের বাল্ব উৎপাদন করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ড. ফারজানা নাসরীন খান জানান, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়াম ফুল উৎপাদন, বাল্ব উৎপাদন, পরবর্তী বছরের জন্য বাল্ব সংরক্ষণে উদ্যোক্তাদের সব ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে।</span></span></span></span></span></p>