পাখি
বনের ফুলমাথা টিয়া
ফুলমাথা টিয়া চিরসবুজ বন ও বনের ধারের আবাদি জমিতে বিচরণ করে। সচরাচর পাঁচ থেকে ১০টি পাখি দলে থাকে। তবে মাঝেমধ্যে বনের কাছের আবাদি জমিতে বড় ঝাঁকও নামে। বনের পরিবেশে তারা সময় কাটাতে পছন্দ করে। তাদের খাদ্যতালিকায় আছে শস্যদানা, ফুলের রসালো পাপড়ি ও ফুলের মিষ্টি রস। জানুয়ারি থেকে এপ্রিল মাসে গাছের খোঁড়লে বাসা বানায়। মূলত কাঠঠোকরার পরিত্যক্ত বাসাই তারা বাসা হিসেবে ব্যবহার করে
সৌরভ মাহমুদ
সম্পর্কিত খবর