<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গেল আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে ৫৩৯ গ্রামীণ সড়ক ও ৬২টি ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৮৮ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী সূত্রে এসব তথ্য জানা গেছে। ভয়াবহ এই বন্যায় ফেনী সদর, দাগনভুঁঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ক্ষতি হয় বেশি। এলজিইডি ফেনীর দেওয়া তথ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় ৫৮৮ কোটি টাকা ধরা হয়েছে। পাঁচটি উপজেলায় ক্ষয়ক্ষতি উল্লেখ করলে দেখা যায়, ফেনী সদর উপজেলায় ১২০টি সড়কের ১৬০ কিলোমিটার ও ১৫টি ব্রিজ-কালভার্টের ৯০ মিটার ক্ষয়ক্ষতি হয়। মেরামতের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৫০ লাখ টাকা। দাগনভূঁঞা উপজেলায় ৬২টি সড়কের ১৪০ কিলোমিটার এবং আটটি ব্রিজ-কালভার্টের ৩০ মিটার ক্ষয়ক্ষতি হয়। মেরামতের ব্যয় ৮৬ কোটি ১০ লাখ টাকা। সোনাগাজী উপজেলায় ১০৮টি সড়কের ১৫২ কিলোমিটার এবং ১০টি ব্রিজ-কালভার্টের ৮০ মিটার ক্ষয়ক্ষতি হয়। মেরামতের জন্য প্রয়োজন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। ছাগলনাইয়া উপজেলায় ৪৯টি সড়কের ৯৫ কিলোমিটার এবং সাতটি ব্রিজ-কালভার্টের ৩৪ মিটার ক্ষয়ক্ষতি হয়। মেরামতের ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি টাকা। ফুলগাজী উপজেলায় ১০৬টি সড়কের ২০০ কিলোমিটার এবং ১২টি ব্রিজ-কালভার্টের ৬০ মিটার ক্ষয়ক্ষতি হয়। মেরামতের জন্য প্রস্তাবিত ব্যয় ১২৩ কোটি টাকা ধরা হয়েছে।</span></span></span></span></span></p>