<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণহত্যাকারী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল রবিবার এই তিন দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে মিছিল করেছে প্ল্যাটফরমটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে মিছিল শুরু করে। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এরপর নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন। পরে তাঁরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলামের কাছে দাবিসংবলিত স্মারকলিপি দিয়ে চলে যান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবস্থানকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই আন্দোলনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে আমাদের শোনার কথা খুনি আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেখানে আমাদের শুনতে হচ্ছে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচজনকে হত্যা করা হয়েছে। অথচ এসব হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা শুনেছি, সেনানিবাসে ৬২৬ জন ছিলেন। তাঁদের কে পালাতে দিয়েছে? যারা পালাতে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন, অথচ তাঁকে ধরা হয়নি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বুঝি না। আমরা ড. ইউনূসকে বুঝি। আপনাকে জবাব দিতে হবে, কেন তাঁদের পালিয়ে যেতে দেওয়া হলো। আমরা আন্দোলনকারীদের নিরাপত্তাসহ তিন দাবি জানিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p>