<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরের তিন থানার অস্ত্র, বিস্ফোরকসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও গোলাম কিবরিয়ার আদালতে যশোর সদর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ওই ১৬৭ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। যশোরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কোর্ট ইন্সপেক্টর মোছাম্মৎ রোকসানা খাতুন জানান, আজ সকাল সাড়ে ১১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে অভয়নগর থানার দুটি মামলায় ১০৫ জন এবং কেশবপুর থানার একটি মামলায় ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। অভয়নগর থানার মামলায় ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইন্সপেক্টর আরো জানান, কোতোয়ালি মডেল থানার একটি মামলায় আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন।</span></span></span></span></span></p>