<p>সর্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত মাসিক জমার ওপর আয়কর রেয়াতের সার্টিফিকেট ডাউনলোড করার সুবিধা চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।</p> <p>উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিমে আপনার প্রদত্ত জমার ওপর আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর রেয়াত সুবিধা পাবেন।</p> <p><strong>যেভাবে বিনিয়োগ প্রত্যয়নপত্র ডাউনলোড করবেন</strong></p> <p>১. প্রথমে জাতীয় পেনশন স্কিমের ওয়েবসাইটে (<a href="https://www.upension.gov.bd/" target="_blank">https://www.upension.gov.bd/</a>) প্রবেশ করে লগইন করুন। <br /> ২. লগইন করার পর ড্যাশবোর্ডে যান।<br /> ৩. ড্যাশবোর্ডের বাম পাশের মেন্যুতে নিচের দিকে থাকা '<strong>বিনিয়োগ সার্টিফিকেট</strong>' অপশনে ক্লিক করুন।<br /> ৪. এরপর ডাউনলোড পেজে অর্থবছর নির্বাচন করতে হবে।<br /> ৫. '<strong>ডাউনলোড করুন</strong>' বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যয়নপত্রটি পিডিএফ ফাইল হিসেবে সেভ হবে।</p> <p><strong>প্রত্যয়নপত্রে যা যা উল্লেখ থাকবে:</strong></p> <p>ক. পেনশনারের নাম<br /> খ. পেনশন আইডি<br /> গ. ইনভয়েস নম্বর<br /> ঘ. পেমেন্টের তারিখ<br /> ঙ. জমার পরিমাণ এবং মোট অর্থের বিবরণ</p> <p>এই প্রক্রিয়াটি সহজ এবং আপনার আয়কর রেয়াতের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে সহায়ক।</p>