<p style="text-align:justify">টানা আটদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে উৎপাদনে ফিরছে এস আলম গ্রুপের ৯ কারখানা। গতকাল বুধবার গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বন্ধ কারখানার ইনচার্জদের আজ বৃহস্পতিবার থেকে ফের উৎপাদনে যেতে বলা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735803339-d9a435f905fafc30d056eef622243f31.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/02/1464070" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর আগে, গতকাল বুধবার থেকে বন্ধ ৯ কারখানা খুলে দেওয়া হয়। উল্লিখিত কারখানাগুলো হলো, কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিজিতে নববর্ষের দিন ভার্জিন অস্ট্রেলিয়ার দুই ক্রুকে ধর্ষণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735804119-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিজিতে নববর্ষের দিন ভার্জিন অস্ট্রেলিয়ার দুই ক্রুকে ধর্ষণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/02/1464073" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর আকস্মিকভাবে এস আলম গ্রুপের নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে কারখানা বন্ধের কারণ উল্লেখ না করলেও পরবর্তীতে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানা বন্ধ করা হয়েছে। সে সময় ফরেন এলসি বন্ধ থাকায় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানান তারা।</p>