<p style="text-align:justify">বরিশাল সদর উপ‌জেলার তালতলী থে‌কে মে‌হেন্দীহ‌ঞ্জের পাতারহাট রু‌টে বিএনপি নেতার নেতৃত্বে স্পিডবোট চলাচ‌ল বন্ধ ক‌রে‌ দেওয়া হয়েছে। পরোক্ষভাবে চাঁদা দাবি করলেও প্রত্যক্ষভাবে তাদের অভিযোগ, স্পিডবোট চলাচল করার কার‌ণে নদীভাঙন তীব্র হ‌চ্ছে। এ কার‌ণে বরিশাল-পাতারহাট রুটিন স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য মোখলেছুর রহমানের নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মে‌হেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পিডবোটও আটকে দেয় মুখলেসুর রহমান ও তার অনুসারীরা। মারধর করা হয় এক চালককে। </p> <p style="text-align:justify">স্পিডবোট মা‌লিক ও চালকরা জা‌নি‌য়ে‌ছেন, ক্ষমতার পালাবদলে স্থানীয় বিএন‌পি নেতাকর্মীরা চাঁদার জন‌্য এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি কর‌ছে।</p> <p style="text-align:justify">তালতলী-পাতারহাট নৌ রু‌টের স্পিডবোট চালক মো. সুজন ব‌লেন, শুক্রবার দুপুর ২টার দি‌কে তালতলী থে‌কে যাত্রী নি‌য়ে য‌াওয়ার সময় স্থানীয় মোক‌লে‌ছ মেম্বার লোকজন নি‌য়ে বাধা দেয়। আমাকে কলার ধ‌রে টে‌নেহিঁচ‌ড়ে পেটায়। তালত‌লী ছে‌ড়ে সাম‌নে স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘ‌টে। এ েসময় মে‌হেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের বোটও আটকে দেওয়া হয়।</p> <p style="text-align:justify">তি‌নি ব‌লেন, এ রু‌টে ৬২‌টি বোট চ‌লে। প্রতি ট্রিপে ৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। বিএন‌পি নেতা মোক‌লেছসহ অন‌্যরা এ রুট দখল করার জন‌্য এসব কর‌ছেন।</p> <p style="text-align:justify">পাতারহা‌টে স্পিডবোটের কর্তৃ‌ত্বে থাকা আলম হো‌সেন ব‌লেন, শুক্রবার তালত‌লী খা‌লের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। তালত‌লী স্লুইস গেটের সাম‌নে ‌বোট আটকে দেওয়া হ‌য়ে‌ছে। এলাকাবাসী জানিয়েছে, পাড় ভেঙে যায়। এ জন্য সুজন নামক এক চালক‌কে মারধর ক‌রে‌ছে। </p> <p style="text-align:justify">তি‌নি ব‌লেন, এ রু‌টে বে‌শি স্পিডবোট চ‌লে, তাই এক‌টি পক্ষ চা‌চ্ছে না এখান থে‌কে বোট চলুক। আগে তো বাধা দেওয়া হয়‌নি, এখন কেন দেওয়া হ‌লো তা বুঝ‌তে‌ছি না। প্রতিপ‌ক্ষের স‌ঙ্গে একা‌ধিকবার ব‌সে‌ছি কিন্তু তারা কিছুই ব‌লে না।</p> <p style="text-align:justify">শায়েস্তাবাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‌্য এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোক‌লেছুর রহমান ব‌লেন, ‘এলাকাবাসীর দাবি, দ্রুত স্পিডবোট চলাচল করায় পাড় ভেঙে যায়। এ জন‌্য এলাকাবাসী বোট চলাচল বন্ধ ক‌রে‌ছে।’</p> <p style="text-align:justify">মে‌হেন্দীগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন ব‌লেন, স্থানীয়‌দের দাবি খাল‌টি দি‌য়ে স্পিডবোট চ‌লাচল করে সেখা‌নে ভাঙন ধরেছে। তবে দীর্ঘদিন এখান থেকে স্পিডবোট চললেও বাধা দেওয়া হয়নি। তা‌দের এ ধর‌নের দাবি থাক‌লে জেলা প্রশাসনকে জানাতে হবে।</p>