<p>কুষ্টিয়া শহরে নাজমুল হোসেন নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করেছে দুই নারী। সোমবার (৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরের কোর্ট রেলওয়ে স্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর সোহানা ও শান্তা নামের ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে দুই নারী রিকশায় তাদের বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছানোর সিগন্যাল পড়লে রেলগেট বন্ধ হয়ে যায়। এতে ওই দুই নারীকে বহন করা রিকশা সড়কে আটকে পড়ে। এসময় তারা তাদের রিকশা ছেড়ে দিতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ নাজমুলকে অনুরোধ করেন। কিন্তু ওই ট্রাফিক পুলিশ তাদের রিকশা ছেড়ে দিতে অপরাগতা প্রকাশ করেন। পরে ওই দুই নারী তাদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে ফেরার সময় ট্রাফিক সদস্য নাজমুলের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে ওই দুই নারী স্যান্ডেল উঁচিয়ে ট্রাফিক সদস্যকে মারতে থাকে।</p> <p>পুলিশ জানায়, মারধরের সময় স্থানীয় কয়েকজন যুবক ছুটে এসে ওই দুই নারীকে নিবৃত্ত করে এবং ট্রাফিক পুলিশ সদস্যকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজসহ তথ্য-উপাত্ত সংগ্রহ করে।</p> <p>পরে ভুক্তভোগী ট্রাফিক কনস্টেবল নাজমুল ঘটনার প্রাথমিক বিবরণসহ কুষ্টিয়া সদর মডেল থানায় অভিযোগ দাখিলের পর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। </p> <p>কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, পুলিশের গায়ে হাত তোলার ঘটনায় মামলা হয়েছে এবং ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। </p>