<p>পাবনার ভাঙ্গুড়ায় নবম শ্রেণির ভোকেশনাল মিডটার্ম পরীক্ষায় শিক্ষার্থীদের নকলের সহযোগিতা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে। তিনি উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন।</p> <p>জানা যায়, গত ১৫ ডিসেম্বর ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে নবম শ্রেণির ভোকেশনাল মিডটার্ম পরীক্ষা শুরু হয়। উপজেলার রুপসি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীরাসহ আটটি বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই সাইদুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে গিয়ে তার নিজের শিক্ষার্থীদের মোবাইল দিয়ে নকল করতে সহযোগিতা করছেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা বিষয়টি‌ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে তিন দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ প্রদান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২, আহত ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735032891-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২, আহত ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460824" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। কিন্তু শিক্ষার্থীদের মোবাইল প্রদানের সঙ্গে আমি জড়িত নই। আমাকে অহেতুক শোকজ করা হয়েছে।’ প্রশাসনের অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।</p> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, ‘নকলের সহযোগিতার বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পোড়াচ্ছিলেন যুবক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735021324-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গর্তে ঢুকিয়ে মাথাহীন ‘তরুণীর’ দেহ আগুনে পোড়াচ্ছিলেন যুবক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/24/1460778" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘নকলের সহযোগিতা করার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’</p>