<p>সর্বশেষ ‘ওপেনহাইমার’ দিয়ে গোটা দুনিয়া মাতিয়েছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার নতুন প্রকল্পে হাত দিয়েছেন তিনি। আর নোলানের আসন্ন সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসনের মতো তারকা। তাদের সঙ্গে দেখা যাবে হলিউডের অন্যতম দুই তারকা অ্যান হ্যাথাওয়ে ও জেন্ডায়াকে।</p> <p>এবার জানা গেল নোলানের নতুন সিনেমার নাম। প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল পিকচারস জানিয়েছে, নোলানের আগামী সিনেমা ‘দ্য ওডিসি’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমি সব সময় ‘চিরকুট’কে মিস করব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735097686-b61ac5f798102d653fad4632e51031cd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমি সব সময় ‘চিরকুট’কে মিস করব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461122" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বছরে এক ফ্রেমে হৃতিক-সালমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735037789-b61ac5f798102d653fad4632e51031cd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বছরে এক ফ্রেমে হৃতিক-সালমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/24/1460854" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>সম</p> <p>হোমারের মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনেই সিনেমাটি বানাবেন তিনি। ট্রোজান যুদ্ধ শেষে ওডিসির বাড়ি ফেরার পরের ঘটনায় এগোবে গল্প। যদিও সিনেমার মূল প্লট রাখা হয়েছে একেবারে গোপন। এমনকি এর গল্প-আয়োজন নিয়ে অভিনয়শিল্পীরাও কিছু জানেন না। কিছুদিন আগেই টম হল্যান্ড জানান, তিনি সিনেমাটিতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন বটে। কিন্তু এ সম্পর্কে কিছুই জানেন না।</p> <p>ইউনিভার্সেল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ধারণ করা হবে মহাকাব্যিক ছবিটির দৃশ্য। শুটিংয়ে ব্যবহৃত হবে আইম্যাক্স প্রযুক্তির আধুনিকতম সংস্করণ। এর মাধ্যমে প্রথমবার হোমারের মহাকাব্যটি আইম্যাক্স পর্দায় উঠে আসবে। গল্পের প্লট যেহেতু খ্রিস্টপূর্ব অষ্টম অব্দের। ফলে সে সময়কার আবহ ফুটিয়ে তুলতে ব্যাপক আয়োজন করতে হচ্ছে।</p> <p>নোলানের পরিচালনায় এতে অভিনয় করছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরনের মতো তারকা। ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পাবে এটি।</p>