<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহতের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।</p> <p>রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের সঙ্গে পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মোবাইলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে বায়েজীদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসেন। স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব : ফজলুর রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735100801-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব : ফজলুর রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461130" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দায়েমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।</p> <p>এদিকে পাভেল নিহতের ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত বায়েজীদের বাড়িঘরে আগুন দিয়েছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।</p>