চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় মৃত্যু, ক্ষোভে গুদামে আগুন

চিতলমারী-কচৃয়া (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারী-কচৃয়া (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় মৃত্যু, ক্ষোভে গুদামে আগুন
প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষকের হামলায় আহত শহীদ জিয়া মঞ্চ চিতলমারী শাখার সভাপতি কাজী নিজাম উদ্দিন মারা গেছেন। বুধবার (১২ মার্চ) ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এই খবর ছড়িয়ে পড়লে অন্য পক্ষের বসত ও গুদামঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। 

নিজাম হিজলা মাঠপাড়া গ্রামের মৃত কাজী নুর মোহাম্মদের ছেলে।

নিজামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পক্ষের লোকরা প্রতিপক্ষ কালু শেখের দুই ছেলে রশিদ ও রফিক শেখের টিনের বসতবাড়িতে এবং মৃত কাইছারের ছেলে সাইফুল মোল্লা কাঁচামালের গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়।

নিহতের ভাই কাজী শুভ জানান, ৫ আগস্টের আগে হিজলা গ্রামের রফিক শেখের ছেলে সুফিয়ান শেখ তার ফেসবুকে ‘এক দফা কবর দে, জায়গায় জায়গায় খবর দে’ লিখে পোস্ট দিয়েছিলেন। এটিকে কেন্দ্র করে কাজী বংশ এবং মোল্লা ও শেখ বংশের লোকরা দ্বন্দ্বে জড়ায়।

তিনি জানান, এক পর্যায়ে তারা মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মল্লিকের মোড়ে দুই পক্ষে মারামারি হয়।

এতে আহত হন নুর মোহাম্মদের দুই ছেলে নওশের কাজী (৪০) ও কাজী নিজাম, শাহাবুদ্দিন কাজী ছেলে রিপন কাজী (৪০), জামাল কাজী ছেলে সাব্বির কাজী (২৬) ও আল মামুন বাবু (৩০)।

চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস জানান, এলাকায় পূর্বশত্রুতা জেরে এটা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, নিহতের ভাই জামাল কাজী বাদী হয়ে মামলা করেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে এই অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাতাশি গ্রামে একটি জুয়ার আসর চলছে।

পুলিশের একটি দল অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, খবর পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং জুয়ার মতো সামাজিক অপরাধ বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপানোর অভিযোগ
বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেছেন। 

জানা গেছে, দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুর ভাগ্নে রুম্মান। বিষয়টি জানার পর ভাই তুনাক অভিযুক্তদের সতর্ক করলেও তাতে লাভ হয়নি।

পরে বিষয়টি বড়বিঘাই ইউপি চেয়ারম্যান জামালকে জানানো হলে উত্যাক্তকারীরা আরো বেপরোয়ারা হয়ে ওঠে। এক পর্যায়ে গত ১০ মার্চ সন্ধ্যায় মসজিদে যাওয়ার সময় চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুসহ ৭-৮ জন ইজাজ আহমদ তুনাককে কুপিয়ে আহত করে বলে অভিযোগ পরিবারের। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।  

ভুক্তভোগী তুনাক বলেন, ‘বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করাই হয়েছে আমার অপরাধ! এখন আবার চেয়ারম্যান আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।

’ 

ভুক্তভোগী কিশোরী বলেন, ‘স্কুলে ও প্রাইভেটে যাওয়ার সময় রুম্মান প্রায়ই আমাকে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে। আমি এখনও ভয় পাচ্ছি, যদি আবার কিছু করে! আমার পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আছে।’

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রাসঙ্গিক
মন্তব্য
নাসিরনগর

ভ্যানে করে সাত হাজার টাকার সবজি বিক্রি করল ছাত্রদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ভ্যানে করে সাত হাজার টাকার সবজি বিক্রি করল ছাত্রদল
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদলের নেতা-কর্মীরা সবজির ভ্যান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি কার্যক্রম শুরু করেছে। বাজারের চেয়ে কম দামে সাধারণ মানুষের মাঝে সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার সকাল থেকে তারা এ উদ্যোগ নিয়েছে। মাত্র তিন ঘণ্টায় দুটি ভ্যানে প্রায় সাত হাজার টাকার সবজি বিক্রি করা হয়।

শনিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির মার্কেটের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।

এরপর উপজেলা সদরের বিভিন্ন পাড়ায় ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে যান ছাত্রদল নেতা-কর্মীরা।

ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান বলেন, বাজারের চেয়ে কম মূল্যে সবজি পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, সারাদেশের ছাত্রদল নেতা-কর্মীরা এ ধরনের উদ্যোগ নেবেন।

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

মেহেরপুরের বিবাহিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি বাবার বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী। ওই দিন রাতে ভুক্তভোগীকে ধর্ষণ করে অভিযুক্ত।

বাবার এ ধরনের কাজে জ্ঞানশূন্য হয়ে নিজেকে ছয় দিন পর্যন্ত ঘরবন্দি করে রাখেন ভুক্তভোগী। পরে তার মাকে বিস্তারিত বলেন। ভুক্তভোগী তার মাকে আরো জানান, এর আগেও আসামি তার শরীরে হাত দিত কিন্তু লজ্জায় বলতে পারেনি। 

পুলিশ আরো জানায়, ১৪ মার্চ গাংনী থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ১৪ মার্চ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ