<p style="text-align:justify">মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।</p> <p style="text-align:justify">প্রক্টর জানান, নিরাপত্তাব্যবস্থার কারণে ওই চার দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছে।</p> <p style="text-align:justify">সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। সারা দেশে বাড়তি নিরাপত্তাসহ ল অ্যান্ড অর্ডার মেইনটেন্যান্সের লক্ষ্যে ডিসেম্বরের ১৬, ২৫ ও ৩১ এবং জানুয়ারির ১ তারিখে টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সারা দেশের জন্য এই ধরনের বাড়তি নিরাপত্তা এবং পরিবেশ সুন্দর রাখার জন্য মিটিং হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বাড়তি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ।’</p>