<p>রূপচর্চা চর্চা আর নারী, এ দুই যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। সেই প্রাচীনকাল থেকেই রূপচর্চার প্রতি নারীর আকর্ষণ এবং তার যথাযথ চর্চা সর্বত্রই বিরাজমান। সময়ের বিবর্তনে নারীরা আরো শৌখিন হয়েছেন রূপচর্চায়। এখন তো রূপচর্চায়ও লেগে গেছে প্রযুক্তির ছোঁয়া। রূপচর্চার অ্যাপ, মেটালিক মেকআপ, ফুলের রঙের মেকআপ—এমন নানা নিরীক্ষা দেখা গেছে এ বছর। এই বছরের সাজের জনপ্রিয় ধারা সম্পর্কে জানাচ্ছেন <strong>অলকানন্দা রায়</strong></p> <p><strong>প্রযুক্তির ছোঁয়ায় নতুন দিগন্ত</strong></p> <p>২০২৪-এ সৌন্দর্য জগতে আলোড়ন তুলেছে প্রযুক্তিপণ্য। পার্লারগুলোতে রূপচর্চায় ব্যবহৃত প্রযুক্তিপণ্যের ব্যবহার বেড়েছে। ভার্চুয়াল মেকআপ ট্রাই-অন এবং ব্যক্তিগত সাজের পরামর্শ দিয়েছে এআইচালিত বিভিন্ন অ্যাপ্লিকেশন। মেকআপ হয়ে উঠেছে আরো সহজ ও সুন্দর। প্রযুক্তির ছোঁয়ায় সৌন্দর্য পেয়েছে নতুন দিগন্ত।</p> <p><strong>চোখের জাদু</strong></p> <p>এ বছর মেকআপ দুনিয়ার বাড়তি নজর ছিল ‘চোখ’-এ। চোখের রঙিন মেকআপ এবং বাহারি আইল্যাশে সেজেছেন সুন্দরীরা। গাঢ় সবুজ, উজ্জ্বল নীল আর লাল রঙের নিয়ন ওয়াশে চোখের পাতা হয়ে উঠেছে ক্যানভাস। রঙিন মাশকারার মতো ছোট্ট উপকরণগুলোও নতুন মাত্রা এনেছে মেকআপে। ইলেকট্রিক ব্লু আর উজ্জ্বল গোলাপি রঙে চোখ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। এককথায় ২০২৪-এর স্টাইল স্টেটমেন্ট শুরু ও শেষ হয়েছে চোখের সাজ দিয়ে।</p> <p><strong>একরঙার ঐশ্বর্য</strong></p> <p>যাঁরা সরলতায় বিশ্বাস করেন তাঁদের জন্য বছরটি ছিল আশীর্বাদের মতো। মনোক্রোমাটিক মেকআপের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। চোখ, গাল ও ঠোঁট একরঙা আমেথিস্ট, নেভি কিংবা টিল রঙে মিলেমিশে যেন এক ধ্রুপদি অথচ আধুনিক লুক এনে দিয়েছে। নিত্যদিনের কাজ হোক বা জমকালো অনুষ্ঠান, সবখানে ছড়িয়েছে এই লুক।</p> <p><strong>গালের গল্প</strong></p> <p>‘বয়ফ্রেন্ড ব্লাশ’ ও ‘সানসেট ব্লাশ’-এর মতো স্টাইল এ বছর গালে কোমল উজ্জ্বলতা এনে দিয়েছে। ‘ফ্লাশড ফেম’ স্টাইলের নরম প্যাস্টেলরঙা চোখ, গাল ও ঠোঁটে আলাদা রোমান্টিক ছোঁয়া এনেছে।</p> <p><strong>ঠোঁট ফিরেছে নব্বইয়ে</strong></p> <p>প্রায়ই পুরনো সাজে ফিরে যায় ঠোঁট। এ বছরও দেখা গেছে গত শতাব্দীর নব্বইয়ের দশকের স্টাইল। গাঢ় লাইনার ও হালকা শেডের ঠোঁট ছিল এ বছরের অন্যতম আকর্ষণ। শাড়ি বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে এমন ঠোঁটেই বেশি সেজেছেন নারীরা। পুরনো আর আধুনিক সৌন্দর্যের মিলন ঘটিয়েছে এই ট্রেন্ড। </p> <p><strong>প্লামের মোহ</strong></p> <p>বরাবরই প্লাম অনবদ্য। তবে এ বছর নতুন করে মেকআপ প্যালেট দখল করে রেখেছিল প্লামের রং। চোখ, ঠোঁট ও গালে এই গাঢ়, রহস্যময় রঙে গ্রাঞ্জের নাটকীয়তা, মিনিমালিস্ট সৌন্দর্যের ছোঁয়া ছিল।</p> <p><strong>অনায়াস সৌন্দর্য</strong></p> <p>এ বছর মেকআপে শুধু ভারী প্রসাধন ছিল না, বরং সহজ, হালকা ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলায় মনোযোগটা ছিল বেশি। হালকা বেস ও গ্লোয়িং স্কিন টিল্টের মাধ্যমে ‘এফোর্টলেস বিউটি’ ট্রেন্ড নতুন সংজ্ঞা দিয়েছে মেকআপের।</p> <p><strong>ডেজার্টের ছোঁয়া নখে</strong></p> <p>নখের প্রসাধনও বেশ আলোচনায় এসেছে এ বছর। ডেজার্ট-থিমের রং যেমন ‘ম্যাপল সিরাপ’ নখের সাজে মাধুর্য এনে দিয়েছে। মেকআপের সঙ্গে মিলিয়ে নখও হয়ে উঠেছে একেকটি শিল্পকর্ম।</p> <p>বলা যায়, ২০২৪-এর মেকআপে শুধুই দেখনদারির বিষয়টা ছিল না। সঙ্গে ছিল নিজেকে প্রকাশ ও সাজের মাধ্যমে ভিন্ন একটা গল্প বলার চেষ্টা। নস্টালজিয়া ও নতুনত্বের মেলবন্ধনে বছরটা সৌন্দর্যের বৈচিত্র্যময় সংজ্ঞা তৈরি করেছে।</p>