<p style="text-align:justify">তামাক নিয়ন্ত্রণে তরুণদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবিতে তরুণ সমাজকে তাদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে।</p> <p style="text-align:justify">আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এনটিসিসির মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আখতারউজ-জামান, ন্যাশনাল হার্টফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের (সিটিএফকে) প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘একদল ক্ষমতায় এসে বাকি দলকে শোষণ করবে, এমন বাংলাদেশ চাই না’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729948397-f484dbe3b3e11e303470ac6ceb270f05.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘একদল ক্ষমতায় এসে বাকি দলকে শোষণ করবে, এমন বাংলাদেশ চাই না’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/26/1439395" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সভায় যুগ্ম সচিব মো. আখতারউজ-জামান বলেন, ‘তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো দাবি জানাতে হবে। </p> <p style="text-align:justify">সভায় বক্তারা তামাকের স্বাস্থ্য ক্ষতি, কম্পানীর কুট-কৌশল, পলিসি অ্যাডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশই তরুণ। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে তামাকের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধি করতে হবে।<br />  </p>