<p style="text-align:justify">কালের কণ্ঠের প্রতিনিধিদের উদ্দেশে নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেছেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে কালের কণ্ঠ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। তিনি বলেন, সাংবাদিকদের যে সুযোগ সুবিধা প্রাপ্য তা আমরা সবসময় দিতে পারি না। বাস্তবতা আপনারা জানেন। আমরা এমন একটা সময় পার করছি যখন টিকে থাকাই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। শুক্রবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আমরা নতুন করে মাল্টিমিডিয়া চালু করেছি। অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে কালের কণ্ঠকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছি। এ কারণে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি আমাদের মাল্টিমিডিয়ায় ভিজ্যুয়াল কন্টেন্ট দিতে হবে। জুলাইয়ে আমরা যে মাল্টিমিডিয়া নিয়ে কাজ শুরু করেছি, সেটা দ্রুত এগিয়ে চলছে। আশা করছি শিগগিরই সেটা শীর্ষে চলে যাবে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, অন্য প্রতিষ্ঠান থেকে আমরা আলাদাভাবে কাজ করছি। আমরা নিউজ, ফিচার নিয়ে টেলিভিশনের মতো কাজ করছি। ঢাকার বাইরের কন্টেন্টেও এখন কোটি কোটি ভিউ হচ্ছে। সুতারং আপনারা আপনাদের যায়গা থেকে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ভিজুয়াল কন্টেন্ট দর্শকের সামনে তুলে ধরবেন।</p>