‘শিক্ষা ক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান দেওয়া সঙ্গত হবে না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘শিক্ষা ক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান দেওয়া সঙ্গত হবে না’
সংগৃহীত ছবি

ধর্ম অবমাননার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার রাতে সংগঠনটির কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সেল সম্পাদক রফিকুল ইসলাম আইনীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি চক্র পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং রাসূল (সা.)-এর প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

‘বিশেষত, পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর মন্তব্য দেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। আমরা মনে করি, এই ধরনের কাজ কোনোভাবেই মুক্তচিন্তা বা স্বাধীন মতপ্রকাশের অন্তর্ভুক্ত নয়, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি হলো—  ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং অবমাননাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

একইসাথে, সরকারি বা শিক্ষাক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান দেওয়া সঙ্গত হবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান সরকার একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শহীদদের আত্মত্যাগ রয়েছে। এই আন্দোলনের প্রাণশক্তি ছিল ন্যায়বিচার ও সাম্যের চেতনা, যা ইসলাম ধর্মের মূল শিক্ষা। তাই আমরা আশা করি, সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাবে এবং ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরো বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধে আঘাত হানার যেকোনো অপচেষ্টা কখনোই বরদাশত করা হবে না। জনগণের আবেগ-অনুভূতিকে উপেক্ষা করলে তা জাতীয় স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করতে পারে, যা আমরা কেউই চাই না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, ‘অতএব, আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে, অনতিবিলম্বে এই ধরনের কটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং দেশবাসীকে আশ্বস্ত করা হোক যে, তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ছবি : প্রেস উইংয়ের সৌজন্যে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রদত্ত মূল প্রবন্ধ উপস্থাপন করছেন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টা মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করেন। 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর আগে দুপুর ১২টা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারি।

মন্তব্য

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রবিবার থেকে ফের শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। স্মার্ট কার্ডধারী ৬০ লাখ পরিবারের মাঝে প্রতি মাসে পণ্য বিক্রি করে টিসিবি। স্মার্ট কার্ড ছাড়াও সর্বসাধারণের জন্য ট্রাকে করে তেল, ডাল, চিনিও বিক্রি করে সংস্থাটি।

আরো পড়ুন
‘ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

‘ঐকমত্যের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

 

টিসিবি সূত্র জানায়, ঈদের আগে সর্বশেষ গত ২৭ মার্চ পর্যন্ত চলে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

সরকারি ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে ফের শুরু হচ্ছে এ কার্যক্রম।

বর্তমানে সারা দেশে প্রায় ৬০ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতি মাসে পণ্য বিক্রি করে টিসিবি। আওয়ামী লীগ সরকারের আমলে মোট এক কোটি পরিবার কার্ডের বিপরীতে এ পণ্য বিক্রি করা হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যাচাই-বাছাই শেষে এসব কার্ডের মধ্যে একটি বড় অংশ অযোগ্য বা ভুয়া হিসেবে চিহ্নিত করে।

পাশাপাশি নতুন করে উপকারভোগী চিহ্নিত করে নতুন স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমও চলছে।

আরো পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

 

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করেও পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিদিন রাজধানীর ৫০টি স্থানে, চট্টগ্রাম নগরীর ২০টি স্থানে এবং বিভাগীয় শহরের পাশাপাশি কিছু শ্রমঘন জেলায় ট্রাকে পণ্য বিক্রির এ কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। টিসিবির প্রতিটি ট্রাকে ২০০ জনের পণ্য থাকে।

যদিও টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে তার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় করে প্রতিদিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’ তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদের হানাহানি মারামারি ও কলহমুক্ত হতে হবে।

আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা জাসায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।

মন্তব্য

ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার
ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাস্তব এবং ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা।

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের এক দিন আগে বিমসটেকের সাত সদস্য দেশের সব পররাষ্ট্রমন্ত্রীরা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে একটি বিভক্ত বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।

বৈঠকে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া অস্থায়ী অ্যাজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়াও চূড়ান্ত করেন। যা আগামীকাল অনুষ্ঠেয় আসন্ন শীর্ষ সম্মেলনে বিবেচনা করা হবে।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন। ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রতিবেদন গ্রহণের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ