<p style="text-align:justify">দেশে কৃষিপণ্য উৎপাদন, মজুদ ও সরবরাহ- কোনোটিতেই ঘাটতি নেই। কৃষক ন্যায্যমূল্য না পেলেও সিন্ডিকেটের পকেট ভারী। দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধিতে মানুষ দিশেহারা। নিম্নআয়ের মানুষ যেখানে তিনবেলা খাবার জুটাতে হিমসিম খাচ্ছেন, সেখানে পুষ্টির চাহিদা মেটানো অনেকটা বিলাসিতা।</p> <p style="text-align:justify">এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘের রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে অসহায় কয়েকটি পরিবারের মাঝে ১০ টাকা প্রতীকী মূল্যে ১ সপ্তাহের সবজি উপহার দিয়েছে তারা। তারাগঞ্জ ওয়াকফ এস্টেট (ও/এ) সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ব্যাতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়।</p> <p style="text-align:justify">বাবুর্চির কাজ করেন বিধান রায় (৩৫)। তার পরিবারে বাবা-মা ও স্ত্রী সন্তানসহ মোট ৭ সদস্য। বাবুর্চির কাজ এক দিন থাকে তো পাঁচ দিন নেই। খুব কষ্ট করে দিন কাটছে তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কাজ না থাকলে না খেয়ে পরিবারকে নিয়ে থাকতে হয় তাকে।</p> <p style="text-align:justify">বিধান রায় বলেন, ‘মুই গরিব মানুষ। খেয়া না খেয়া কোনরকম মুই পরিবারোত এতগুলা মানুষ নিয়া বাঁচি আচুং। বাড়িত মোর বয়স্ক মাও বাপ আছে। ওমার ওষুধপাতি কিনা, মোর ছোয়াগুলাক লেখাপড়া করা, সংসার চলা, সউগ নিয়া কষ্টে মোর জীবন কাটেছে। বসুন্ধরা গ্রুপ আইজ মোক যে এক ব্যাগ সবজি দেইল মোর খুব উপকার হইল। এইলা সবজি দিয়া মোর বাড়ির লোকজন ৩-৪ দিন ভাত খাবার পাইবে। করোনার সময়তেও মোক বসুন্ধরা গ্রুপ খাবার দিছলো। সে সময় যে দুর্ভোগ গেইছে ওমরা মোক চাউল ডাইল দিয়া খুব উপকার করছে। মুই মন খুলি ভগবানের কাছোত দোয়া করোং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানোক যেন হাজার বছর বাঁচি থোয়। ওমার মতন ভালো মানুষের জন্যে হামার গরীব মানুষগুলা সাহায্য সহযোগিতা পেয়া বাঁচি আছি।’</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে ষাটোর্ধ্ব ভ্যানচালক কাল্টু মিয়া বলেন, ‘খুব ভালো লাগছে বসুন্ধরার উপহারের সবজি পেয়ে। আমি সারা দিন পায়ে টেনে ভ্যান চালাই। সে রকম কামাই হয় না। সবাই এখন ব্যাটারি চালিত অটোভ্যানে চড়ে। আমি তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ডে ভ্যান চালাই। আমার পায়ে টানা ভ্যানে লোকজন কম চড়ে। আমি যা আয় করি তা দিয়েই আমার সংসার চলে। যে দিন আয় হয় সেদিন খাই আর যেদিন আয় হয় না সেদিন না খেয়ে থাকতে হয়। বসুন্ধরা আমাকে যে সবজি উপহার দিলো আমার মতো দরিদ্রের জন্য খুবই উপকার হলো।’</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. মোস্তাফিজার রহমান ফিজার বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের জন্য কাজ করে। দেশের দুর্দিনে বসুন্ধরার অবদান রয়েছে। দেশের সকল দুর্যোগে বসুন্ধরা গ্রুপ সবসময় সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ সামাজিক কাজের আইডিয়াগুলো অনন্য।’</p> <p style="text-align:justify">এ সময় আরো উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হরলাল রায় ও সুজন বাবু, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সদস্য বিশ্বজিৎ রায়, সত্যজিৎ রায়, পলাশ রায়, শরিফুল ইসলাম প্রমুখ।</p>