<p>উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে বনাঞ্চল। ধ্বংস হচ্ছে পাখিদের আবাসস্থল। কমছে দেশীয় প্রজাতির পাখিদের সংখ্যাও। ঠিক এই সময়ে পঞ্চগড়ে পাখিদের নিরাপদ আবাসস্থল গড়তে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। </p> <p>বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের জেলা পরিষদ সংলগ্ন করতোয়ার নদী তীরে একাত্তরের বধ্যভূমি চত্বরে অবস্থিত বাগানের গাছে গাছে তারা একটি করে হাড়ি বেঁধে দেন। পাখিরা এসব হাড়িতে বাসা বেঁধে রোদ বৃষ্টি ঝড়ে নিরাপদে থাকবে বলে আশা শুভসংঘের সদস্যদের। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোরআনে বর্ণিত জান্নাতি ফল ডালিম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736328551-4aa0e969e1a8aa19d251c9fc43477d3e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোরআনে বর্ণিত জান্নাতি ফল ডালিম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2025/01/08/1466448" target="_blank"> </a></div> </div> <p>এ সময় বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড়ের সভাপতি ফিরোজ আলম রাজিব বলেন, বন উজার হয়ে যাওয়ার কারণে পাখিদের নিরাপদ আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, দেশি প্রজাতির অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এই কারণে বসুন্ধরা শুভসংঘ পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। </p> <p>সংগঠনের অর্থ সম্পাদক মামনি আক্তার মেঘলা জানান, আজ জেলা পরিষদ বাগানে কিছু সংখ্যক হাঁড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করা হয়েছে। এতে পাখিরা নিরাপদে থাকতে পারবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, দপ্তর সম্পাদক জামিল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার তিশা, কার্যকরী সদস্য মুরাদ হাসান, আবু সাঈদ, আশিক, ফাহিম হাসান।</p>