ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানালেন সাকিব

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানালেন সাকিব

ম্যাচ ফিক্সিংসের প্রস্তাব গোপনের অপরাধে আইসিসির ঘোষিত নিষেধাজ্ঞায় দিন পার করছেন দেশ সেরা তারকা সাকিব আল হাসান। অবশ্য দোষ স্বীকার করায় ১ বছরের নিষেধাজ্ঞা স্থগিত করেছে আইসিসি। আর এই নিষেধাজ্ঞার বিষয়টি যেদিন বিসিবি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান সেদিন সংবাদমাধ্যমের সামনে অল্প কথা বলেছিলেন সাকিব। এরপর থেকে নিশ্চুপ ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজে একটি পোস্ট দেন সাকিব। সেখানে তিনি সমর্থকদের শান্ত ও ধৈর্যশীল থাকতে বলেন এবং সবাইকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য বিবিসিকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোষ্টে সাকিব বলেন, ‘ প্রথমেই আমার সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এই বলে শুরু করছি, আমার ও আমার পরিবারের দুঃসময়ে আপনাদের নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসায় আমি আপ্লুত।

গত কয়েকদিনে আমি সবচেয়ে ভালো বুঝতে পেরেছি যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার মর্ম আসলে কী।’
\"\"

তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত থাকা ও ধৈর্য ধরার অনুরোধ করছি, যারা আমাকে দেওয়া শাস্তির কারণে অসন্তোষ প্রকাশ করছেন। আমি নিশ্চিত করতে চাই- শাস্তি ঘোষণার মাত্র কদিন আগে খোদ বিসিবি বিষয়টি সম্পর্কে জানতে পারে। সেই সময় থেকে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়ে যাচ্ছে, আমি এজন্য কৃতজ্ঞ।

নিজের বর্তমান লক্ষ্যের কথা জানিয়ে সাকিব আরো বলেন, ‘আমাকে কত মানুষ সাহায্য করতে চাইছে সেটা আমি বুঝি এবং মূল্যায়ন করি। সবকিছুর একটা প্রক্রিয়া আছে আর আমি আমাকে দেওয়া শাস্তি মেনে নিয়েছি, কারণ এটা যৌক্তিক ছিল। এখন আমার একমাত্র লক্ষ্য মাঠে ফেরা এবং ২০২০ সালে বাংলাদেশের হয়ে খেলা। ততদিন পর্যন্ত আমাকে হৃদয়ে রাখবেন, প্রার্থনায় রাখবেন। ধন্যবাদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান
আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। ছবি : মীর ফরিদ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিডএল) হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে হারিয়েছে মোহামেডান। আর তাতেই ৯ বছর ও ১১ ম্যাচ পর ডিপিএলের ওয়ানডে সংস্করণে আবাহনীর বিপক্ষে জয় পেল মোহামেডান। শেষ রাউন্ডের জয়ে আবাহনীকে ছুঁয়েও ফেলেছে তারা। ১১ ম্যাচে ৯ জয়ে দুই দলের পয়েন্ট ১৮।

 

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী দল। সেখানে ৩৯ রানে জিতেছে মোহামেডান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১১ ম্যাচ ও প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল মোহামেডান। শেষবার তারা আকাশি-নীলদের হারিয়েছিল ২০১৬ সালের মে মাসে। 

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝোড়ো সূচনা করে মোহামেডান। দলীয় ৩৩ রানে ১৮ বলে ১৬ রান করে বিদায় নেন রনি তালুকদার।

এরপর ওপেনার আনিসুল হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১২৩ রানের জুটি। ৫৫ বলে ৪৮ রান করে অঙ্কন বিদায় নিলেও ১০৪ বলে সেঞ্চুরি তুলে নেন আনিসুল। দুই ছক্কা, ১৮টি চারে ১১৮ বলে ১১৪ রান করেন তিনি। এ ছাড়া মুশফিকুর রহিম ২০, মেহেদী হাসান মিরাজ ১৮ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ১৭ রান করেন।
শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান। 

আবাহনীর পক্ষে নাহিদ রানা তিনটি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পান মোসাদ্দেক হোসেন সৈকত।

মিরপুরে জয়ের জন্য ২৬৪ রান তাড়ায় আবাহনীকে ভালো শুরু এনে দিতে পারেনি পারভেজ হোসেন ইমন-জিসান আলম জুটি। ইনিংসের তৃতীয় ওভারেই মোহামেডানকে প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। পারভেজ ইমনও টিকতে পারেননি বেশিক্ষণ। দারুণ ছন্দে থাকা ওপেনারকে ফিরিয়েছেন ইবাদত। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলার চেষ্টায় মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা পারভেজ ইমন। ইমনের মতো মিঠুনও ইনিংস বড় করতে পারেননি। মিরাজের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১৯ রান করা এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে অবশ্য ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটারকে পরবর্তীতে মমিনুল হক সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও ফিরেছেন ২৫ রানে। ইবাদতের বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। বল হাতে আলো ছড়ালেও ব্যাটিংয়ে ১ রানের বেশি করতে পারেননি মাহফুজুর রহমান রাব্বি। উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও তাকে ইনিংস বড় করতে দেননি ইবাদত। 

সাধ্য অনুযায়ী শান্ত এক প্রান্ত আগলে রাখেন একাই। ১১৩ বল মোকাবেলা করে ৮০ রান করার পথে হাঁকান সাতটি চার। তিনি বিদায় নিলে আবাহনী শেষ আশাও হারিয়ে ফেলে। ৪৭.২ ওভারে গুটিয়ে যায় ২২৫ রানে। মোহামেডান জেতে ৩৯ রানের ব্যবধানে।

মোহামেডানের হয়ে এবাদত হোসেন চারটি এবং মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে উইকেট শিকার করেন।

মন্তব্য

হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায় : বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায় : বিমানবাহিনী প্রধান
ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : আইএসপিআর

বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘হকি হচ্ছে এমন এক প্ল্যাটফরম, যার মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশমঞ্চে তুলে ধরতে পারব। তাই এটা তোমাদের (খেলোয়াড়) ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা তোমাদের সব কিছু (ট্রেনিং, জার্সি, পরিবহন, কোচ) ব্যবস্থা করে দিতে পারব।  কিন্তু খেলতে হবে তোমাদের।

খেলার সময় যে স্পিড বা, জোস সেটা আনতে হবে।’

শনিবার (১২ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশনের পর সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এসব কথা বলেন হাসান মাহমুদ খাঁন। 

আগামী ১৭-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ‘এএইচএফ কাপ জাকার্তা ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। ওই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষেই আয়োজনটি করা হয়।

 

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘হকি ফেডারেশন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন  করেছে। অতীতে আমরা এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছি।

কোনো চাপ নেই। আমরা সব কিছু বিবেচনা করে খুবই আশাবাদী, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারব।’

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উদ্দেশে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি আরো বলেন, ‘সাহস নিয়ে খেলবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। ফলাফল যা-ই হোক মনে রাখতে হবে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আগামীতে তোমরাই হকি বিশ্বকাপে লাল-সবুজের পতাকে উড়াবে, এটা আমার বিশ্বাস।

খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে বিমানবাহিনী প্রধান বলেন, ‘সব সময় যথেষ্ট শৃঙ্খলা মেনে চলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হকি এমন একটি খেলা, যেখানে প্রায়ই দেখা যায়, খেলার মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে এগুলো খুবই সিরিয়াসলি নেওয়া হয়। তাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৯টি দল—ওমান, চায়নিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তাান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

এই টুর্নামেন্টটি এশিয়া কাপ-২০২৫-এর কোয়ালিফাইয়ার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে শীর্ষস্থানীয় কোচিং প্যানেলের অধীনে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

দুজনের মৃত্যুর পর বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দুজনের মৃত্যুর পর বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ বাতিল
২০২৪ সালের সুপারক্লাসিকো ম্যাচে চিলির দুই কিংবদন্তি আর্তুরু ভিদাল (বর্তমানে কোলো কোলো) এবং মার্সেলো দিয়াজ (ইউনিভার্সিদাদ দে চিলি) ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন।

মনুমেন্টাল স্টেডিয়ামে কোপা লিবের্তাদোরেস ম্যাচে সাম্প্রতিক সহিংসতায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে বহুল প্রতীক্ষিত কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার ডার্বি ম্যাচ বাতিল করেছে চিলি সরকার।

চিলির নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো শুক্রবার ঘোষণা করেছেন, রবিবার এস্তাদিও ন্যাসিওনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইউনিভার্সিদাদ দে চিলি ও কোলো কোলোর ম্যাচ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি এসেছে কোপা লিবার্তাদোরেসে কোলো কোলো ও ফর্তালেজার মধ্যে বৃহস্পতিবারের ম্যাচে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে।

সেদিন স্বাগতিক সমর্থকরা মাঠে প্রবেশের চেষ্টা করলে ভিড়ের ধাক্কায় স্টেডিয়ামের কাছের বেষ্টনীতে আঘাত পেয়ে মারা যান ১৩ বছর বয়সী এক কিশোর ও ১৮ বছর বয়সী এক কিশোরী। ওই মৃত্যুর প্রতিবাদে সেদিন ম্যাচের ৭২তম মিনিটের সময় মাঠে নেমে যান কোলো কোলোর সমর্থকরা। তখন গোলশূন্য সমতায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ম্যাচটি বাতিল করে দেয়।

মন্তব্য

লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা

প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু চোটের কারণে মাঠে নামা হয়নি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পাকিস্তানে গিয়েও অনুশীলনে আঙুলে চোট পেয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন লিটন।

তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি।

সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘অস্ট্রেলিয়ান পাওয়ারহাউস বেন ম্যাকডারমট করাচি কিংসে লিটন দাসের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।’

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন বেন ম্যাকডারমট।

১৮ গড় ও ৯৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২। দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, শ্রীলঙ্কার এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই অজি তারকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ