মহাকালের গর্ভে যখন আরেকটি বছর বিলীন হওয়ার অপেক্ষায়, কালের কণ্ঠ স্পোর্টস তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত খেলার উত্থান-পতন এবং সাফল্য-ব্যর্থতা মিলিয়ে টানছে উপসংহারও। আজ প্রথম দিনে থাকছে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের ময়নাতদন্ত প্রতিবেদন।