<p>টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রংপুর রাইডার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে  রংপুরকে দুই শ পার করা টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টানা চতুর্থ জয় পেতে সোহানদের করতে হবে ২০৬ রান। </p> <p>টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় সিলেটের। দুই ওপেনার জর্জ মানসে ও রনি তালুকদারের ৪৭ রানের জুটি করেন। ১৮ রানে আকিফ জাভেদের বরে মানসে ফিরলেও ফিফটি তুলে নেন রনি। ৩ ছক্কা ও ৭ চারে ৫৪ রান করেন এই ওপেনার। হাফ-সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসানও। ৫০ রানে ফিরেছেন সাইফুদ্দিনের বলে। তার বলে ফিরেছেন পল স্টার্লিংও। </p> <p>শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলি অনিকের দৃড়তায় ৪ উইকেটে স্কোর ২০৫-এ নিয়ে যায় সিলেট স্টাইকার্স। ১৯ বলে ৩৮ রানে জোন্স অপরাজিত থাকেন, অনিক করেন ৫ বলে ২০ রান। </p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/06/my1198/ুযট্চ.jpg" width="1000" /></p> <p>রংপুরের হয়ে ৩১ রান ২টি উইকেট নেন সাইফুদ্দিন। মেহেদি ও আকিফ জাভেদ নেন ১টি করে উইকেট। <br />  </p>