<p>লেবাননে পৌরসভার সদর দপ্তরে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরে এ হামলায় মেয়রসহ ১৬ জন নিহত হয়েছেন। লেবাননে হামলা শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালাল ইসরায়েল। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। </p> <p>হামলার সময় মেয়র সেখানে বৈঠক করছিলেন বলে জানা গেছে। হামলায় পৌর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। এ হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।</p> <p>দেশটির কর্মকর্তাদের অভিযোগ, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে এখন লেবানন রাষ্ট্রকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।</p> <p>এ হামলার নিন্দা জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে পৌরসভা ভবনে আলোচনা করার সময় ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে মিউনিসিপ্যাল কাউন্সিলের সভাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।</p> <p>একজন প্রত্যক্ষদর্শী জানান,  মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত ৯টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুল্যান্স ছুটে যেতে দেখা যায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েল সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর শহর লাতাকিয়ায়ও হামলা চালায়।</p> <p>সূত্র : রয়টার্স, বিবিসি</p>