<p>সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত যে অভিযোগ এনেছেন মোশে ইয়ালনও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন।</p> <p>ইয়ালন একজন সাবেক সেনাপ্রধান। তিনি ইসরায়েলি মিডিয়াকে বলেছেন, নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।</p> <p>ইয়ালন রবিবার পাবলিক ব্রডকাস্টার কানকে বলেছেন, ‘সেখানে (গাজা) কী ঘটছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি এবং আমাদের কাছ থেকে তা গোপন করা হচ্ছে। দিন শেষে সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।’</p> <p>বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলের সঙ্গে একটি সাক্ষাত্কারে ইয়ালন বলেছিলেন, ‘আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হল বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল।’</p> <p>‘জাতিগত নির্মূল’-এ বিষয়টির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সেখানে (গাজা) কী ঘটছে? সেখানে আর বেইত লাহিয়া নেই, আর বেইত হানুন নেই, সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং বাস্তবে আরবদের কাছ থেকে তাদের ভূমি দখল করা হচ্ছে।’</p> <p>ইয়ালন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর অধীনে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন থেকেই তিনি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক ছিলেন। নেতানিয়াহুর লিকুদ দল তাকে ‘মিথ্যা’ ছড়ানোর জন্য অভিযুক্তও করেছে।</p> <p>উল্লেখ্য, আইসিসি গত মাসে গাজা সংঘাতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। </p> <p>সূত্র : আলজাজিরা</p>