<p>দক্ষিণ কোরিয়ার মাটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জেজু এয়ারলাইনসের প্রধান নির্বাহী কিম ই-বায়েকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশত্যাগ করতে পারবেন না। খবর আলজাজিরার।</p> <p>গত রবিবার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারলাইনসের ফ্লাইট ২২১৬ বিমানটি ১৮১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়।<br /> দুর্ঘটনায় ১৭৯ ব্যক্তি নিহত হওয়ার পর জেজু এয়ারের অফিস এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। </p> <p>বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে পুলিশ বলেছে, আইনের অধীনে ওই দুর্ঘটনার কারণ ও এর জন্য কারা দায়ী তা নির্ধারণের জন্য দ্রুততার সঙ্গে এবং জোরালোভাবে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার মুয়ান বিমানবন্দর বলেছে, দুর্ঘটনাস্থলে এ দিনও উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করেন সেনা সদস্য, পুলিশ এবং সাদা পোশাকের তদন্তকারীরা। </p> <p>গত বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোয়িং ৭৩৭-৮০০-এর দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে এবং সেগুলোর ডাটা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। </p> <p>দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জেজু এয়ারলাইনসের সব বহরে থাকা বোয়িংগুলোতে তদন্ত শুরু করেছেন। এ ছাড়া দেশটির সব এলারলাইনসে তারা পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।</p>