<p>দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন দেশটির দুর্নীতি তদন্ত কার্যালয়ের (সিআইও) কর্মকর্তারা। ইউনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তাদের বাধার মুখে তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত থেকে সরে আসে সিআইও।</p> <p>গতকাল শুক্রবার সিআইওর ১৫০ জন কর্মকর্তা ইউনকে গ্রেপ্তার করতে যান। তবে সূর্যোদয়ের আগে ইউনের বাসভবনে জড়ো হন তাঁর অসংখ্য সমর্থক। এরপর ইউনের বাসভবনের ভেতরে তাঁর নিরাপত্তা কর্মকর্তাদের বাধার মুখে পড়েন সিআইও কর্মকর্তারা।</p> <p>ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়েছিল। তাতে সাড়া না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন কর্মকর্তারা। ক্ষমতার অপব্যবহার এবং সামরিক আইন জারির চেষ্টার মাধ্যমে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে ইউনের বিরুদ্ধে তদন্ত চলছে।</p> <p>গতকাল সকালে বেশ কিছু পুলিশ ভ্যান সিউলে ইউনের বাসভবনের বাইরে জড়ো হয়। এরপর সিআইও এবং পুলিশ কর্মকর্তাদের সমন্বিত দল সকাল ৮টার দিকে ইউনকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবনে প্রবেশ করেন। তবে ইউনপন্থীদের সংখ্যা ছিল তাঁদের চেয়ে অনেক বেশি।</p> <p>গ্রেপ্তার করতে আসা দলটির প্রায় অর্ধেক সদস্য ভেতরে ঢুকতে পারলেও প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের তালাবদ্ধ করে রাখেন।</p> <p>সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা বলেন, এক পর্যায়ে ইউনের নিরাপত্তাদল তদন্ত কর্মকতাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।</p> <p>সূত্র : বিবিসি</p> <p> </p>