<p>মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি আলোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার বলেছে, প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায়নি। এর ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র। তবে দেশটিতে গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। সিউলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিনকেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইওলের সঙ্গে গত সোমবার বৈঠক করবেন। মন্ত্রণালয় বলেছে, তাঁরা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : এএফপি</p> <p> </p> <p> </p> <p> </p>