<p>টানা দ্বিতীয়বারের মতো দুর্নীতি দমন কর্তৃপক্ষ ও প্রসিকিউটরদের তলবে সাড়া  দেননি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তকারী কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় বড়দিনের সকালে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছিল। গত সপ্তাহের মতো এবারও তাদের তলব উপেক্ষা করেছেন ইউন। কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইউনের জন্য গতকাল আরো কিছু সময় অপেক্ষা করবেন তাঁরা। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চাইলেও দায়ের মামলাটি আরো পর্যালোচনা করতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। চলতি মাসের শুরুতে দেশে সামরিক আইন জারি করেছিলেন ইউন। অবশ্য বিরোধী দলের চাপের মুখে সেটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহারে বাধ্য হন তিনি। তাঁর স্বল্প সময়ের জন্য ঘোষিত সামরিক শাসনে দেশদ্রোহের উপাদান রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা</p> <p> </p>