বিশ্বকাপের সুখবর দিয়েছে হকি

মহাকালের গর্ভে যখন আরেকটি বছর বিলীন হওয়ার অপেক্ষায়, কালের কণ্ঠ স্পোর্টস তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের উত্থান-পতনের অঙ্ক মিলিয়ে টানছে উপসংহার। বছরান্তের এই আয়োজনে আজ পঞ্চম দিনে ক্রিকেট-ফুটবলের বাইরে দেশের অন্যান্য খেলার সালতামামি লিখেছেন শাহজাহান কবির।

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার

টি স্পোর্টস

শেয়ার

ফারুক-ফাহিম বিরোধে লজ্জিত মাহমুদ

ফারুক-নাজমুল বিসিবিতে আসার পর পরিচালকের পদ ছাড়া খালেদ মাহমুদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বোর্ডের দুজনের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসার ঘটনায় সাবেক ক্রিকেটার হিসেবে লজ্জা পাচ্ছেন বলেও জানিয়েছেন মাহমুদ।

তামিমের ব্যাটে বরিশালের বড় জয়

শেয়ার

সর্বশেষ সংবাদ