ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

বলিভিয়ায় সড়ক থেকে ৮০০ মিটার নিচে পড়ল বাস, নিহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বলিভিয়ায় সড়ক থেকে ৮০০ মিটার নিচে পড়ল বাস, নিহত অন্তত ৩০
ছবিসূত্র : এএফপি

বলিভিয়ার একটি পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বলিভিয়ার রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে পাহাড়ি এলাকা। স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে জানিয়েছেন, এ ঘটনায় চার শিশুসহ চৌদ্দজন আহত হয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা জেলায় প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, পোটোসি এবং ওরুরো শহরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভিডেস এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কর্মকর্তারা ধারণা করছেন, দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি হতে পারে। চালক বাসটি নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিলেন।

আরো পড়ুন
যে কারণে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

যে কারণে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

 

 

দক্ষিণ আমেরিকার দেশটিতে এ বছর এখন পর্যন্ত এটিই সবচেয়ে গুরুতর সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বলিভিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত মাসে পোটোসির কাছে আরেকটি বাস রাস্তা থেকে পড়ে ১৯ জন নিহত হয়। সরকারি তথ্য অনুসারে, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১ হাজার ৪০০ জন মারা যায়।

সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর শুল্ক আরোপ করেননি ট্রাম্প কিন্তু কেন?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাশিয়ার ওপর শুল্ক আরোপ করেননি ট্রাম্প কিন্তু কেন?
পুতিন ( বাঁয়ে) ট্রাম্প (ডানে)। ছবি : এএফপি

অনেক জল্পনা-কল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। 

এই শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়ে ধরেছিলেন। বিশ্বের বহু দেশ থাকলেও ওই তালিকা থেকে বাদ পড়েছে রশিয়া।

শুধু রাশিয়া নয়, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। তবে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপর যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

 

তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করে দিয়েছে। কারণ মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এ ছাড়া গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ ও ‘বিরক্ত’। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, এসব দেশের ওপর আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনো মরিশাস বা ব্রুনেইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।

তবে ভারতভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফরম জিরাফের সহপ্রতিষ্ঠাতা সৌরভ ঘোষ বলছেন,  ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে চলমান আলোচনার কারণে এমনটা হতে পারে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য তলানিতে।

অন্যদিকে  ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান ট্রাম্প। তাই তিনি এমনটা করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়া আপাতত ট্রাম্পের লক্ষ্যবস্তুর বাইরে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। 

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে

মন্তব্য

ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

ভারতের বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বিহারের এক নারী। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, তার ভাইকে আটকে রেখে অভিযুক্তরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে নির্যাতন চালান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর পুলিশ।

গ্রেপ্তাররা হলেন আসিফ ও সৈয়দ মুশার। দুজনেই কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা।

আরো পড়ুন
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী কেরালায় কাজ করতেন এবং বিহারে নিজের শহরে ফিরছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু রেলস্টেশনে পৌঁছান।

রাত দেড়টার দিকে দুজন খাবার কিনতে মহাদেবপুরা এলাকায় যাচ্ছিলেন। পথে দুই ব্যক্তি তাদের পথ আটকে দাঁড়ান। একজন ওই নারীর ভাইকে আটকে রাখেন। আর অন্যজন নারীকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান।
পরে স্থানীয়রা নারীর চিৎকার শুনে এগিয়ে আসে এবং একজন অভিযুক্তকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে রাতের টহলরত মহাদেবপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরো একজনকে গ্রেপ্তার করে।

বেঙ্গালুরু পুলিশের হোয়াইটফিল্ড ডেপুটি কমিশনার জানিয়েছেন, আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সৈয়দ মুশারের বিরুদ্ধে ওই নারীর ভাইকে আটকে রাখার অভিযোগ রয়েছে। এই বর্বরোচিত ঘটনায় মহাদেবপুরা থানায় মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট
ছবিসূত্র : ডয়চে ভেলে

ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির জন্য পশ্চিমবঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট। এক বছর আগে কলকাতা হাইকোর্ট এই ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করেছিলেন। সেই রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তবে তার মধ্যে কয়েকটি নতুন বিষয়ও যোগ করা হয়েছে।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন, ২০১৬ সালে দেওয়া পরীক্ষার ভিত্তিতে যে ২৫ হাজার ৭৫২ জন  শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তার মধ্যে ব্যাপক  দুর্নীতি ও জালিয়াতি হয়েছে। এখন এমন অবস্থা, যেখানে যোগ্য ও অযোগ্যদের পুরোপুরি আলাদা করা সম্ভব নয়। অযোগ্য মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন।

তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, যারা অযোগ্য বলে প্রমাণিত, তাদের বেতন ফেরত দিতে হবে।

অন্যদের বেতন ফেরত দিতে হবে না। সর্বোচ্চ আদালতের মতে, পুরো বিষয়টি যাচাইয়ের বাইরে চলে গেছে। তাই সবার চাকরি বাতিল করা হয়েছে।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘যেসব শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের বেতন ফেরত দিতে হবে না।

অন্যদের ফেরত দিতে হবে। তার মতে, এটা নিয়ে আরেকটা জটিলতা তৈরি হতে পারে।’

এসএসসি সুপ্রিম কোর্টের কাছে পাঁচ হাজারের বেশি অযোগ্য শিক্ষকদের নামের তালিকা দিয়েছে। কিন্তু আদালতে বিকাশ রঞ্জন বলেছিলেন, ১০ হাজারের বেশি অযোগ্য শিক্ষক আছেন।

কী বলেছেন সুপ্রিম কোর্ট?

সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।

২০১৬ সালে যারা পরীক্ষায় বসেছিলেন এবং চাকরি পেয়েছিলেন, তাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। তাদের বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

যদি কেউ ডেপুটেশনে শিক্ষকতার চাকরিতে এসে থাকেন, তারা তাদের পুরনো দপ্তরে ফিরতে পারবেন। সর্বোচ্চ আদালতের মতে, গোটা প্রক্রিয়ার মধ্যে দুর্নীতি ছিল। তবে ক্যান্সার আক্রান্ত শিক্ষক সোমা দাসের নিয়োগ বহাল থাকবে বলে প্রধান বিচারপতি জানিয়েছেন। 

আইনজীবীরা যা বলেছেন

আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, ‘যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে সবার চাকরি বাতিল করা ছাডা আর কোনো উপায় ছিল না। এই রায়ের সারমর্ম হলো, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষকরা এবং গ্রুপ সি , গ্রুপ ডি নিয়োগ পুরোটাই বাতিল করা হলো।’

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। যারা যোগ্য তারা অজান্তে এর মধ্যে পড়ে গেছেন। নিরপেক্ষতা বজায় থাকা উচিত। এভাবে বাছাই করা যায় না। নতুন পদ্ধতিতে দুর্নীতি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। টাকা-পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তারা বাদ পড়বেন।’

মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব বলেছেন, ‘বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে। ২৬ হাজার মানুষের চাকরি গেল। আমরা যখন আইন শিখেছিলাম, তখন জেনেছিলাম, চারজন দোষী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষ যেন শান্তি না পায়। রাজ্যের উচিত রিভিউ পিটিশন করা।’

প্রতিক্রিয়া

সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগে থেকে কলকাতায় শহিদ মিনারের কাছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এসেছিলেন। তাদের চোখ ছিল মোবাইলের ওপর। সুপ্রিম কোর্টের রায়ের পর তারা কান্নায় ভেঙে পড়েন। 

তারা বলেন, যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিলেন তারা। তাদের কেন এই শাস্তি দেওয়া হলো? এত দিন পর তাদের আবার পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষায় তারা সফল হবেন, তার কী নিশ্চয়তা আছে?

ডয়চে ভেলে কলকাতার শক্তিগড় হাই স্কুলের রিজিয়া খাতুন বলেন, ‘বিশ্বাস করতে পারছি না, বিনা দোষে আমাদের এ রকম শাস্তি হতে পারে। আমরা কোনো দোষ করিনি। তার জন্য আমাদের কেন শাস্তি দেওয়া হবে?’

মন্তব্য

৩৫০ বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাক মন্ত্রিসভার

বিবিসি
বিবিসি
শেয়ার
৩৫০ বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাক মন্ত্রিসভার
বাদামি ভালুক। ফাইল ছবি : এএফপি

স্লোভাকিয়ার মন্ত্রিসভা দেশের মোট বাদামি ভালুকের প্রায় এক-চতুর্থাংশকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্য স্লোভাকিয়ায় এক ব্যক্তি বনাঞ্চলে হাঁটার সময় ভালুকের হামলায় নিহত হওয়ার পর বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন জনপ্রিয়তাবাদী-জাতীয়তাবাদী সরকার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা দেয়, আনুমানিক এক হাজার ৩০০ বাদামি ভালুকের মধ্যে ৩৫০টি হত্যা করা হবে। সাম্প্রতিক কয়েকটি হামলার কারণে মানুষের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন দেশটির ৭৯টি জেলার মধ্যে ৫৫টিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা দেশটির অধিকাংশ এলাকায় ভালুক নিধনের অনুমতি দিচ্ছে। প্রধানমন্ত্রী ফিকো সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করতে পারি না, যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়।’

এর আগেও ব্রাতিস্লাভার সরকার ভালুকদের আইনি সুরক্ষা শিথিল করেছিল, যাতে তারা মানব বসতির কাছাকাছি চলে এলে হত্যা করা যায়। ২০২৪ সালের শেষ নাগাদ ৯৩টি ভালুক গুলি করে মারা হয়েছিল।

বনাঞ্চলে মৃতদেহ
এদিকে স্লোভাক পুলিশ বুধবার নিশ্চিত করেছে, স্থানীয় সময় রবিবার রাতে মধ্য স্লোভাকিয়ার দেতভা শহরের কাছে বনাঞ্চলে পাওয়া মৃতদেহটি ভালুকের হামলায় নিহত এক ব্যক্তির। তার শরীরে ভালুকের আক্রমণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

৫৯ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার বনাঞ্চলে হাঁটতে গিয়ে নিখোঁজ হন। পরে তাকে মাথায় ভয়াবহ আঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া যায়।

কাছেই একটি ভালুকের গুহার অস্তিত্বও পাওয়া গেছে বলে স্থানীয় একটি এনজিও স্লোভাক পত্রিকা নোভি কাসকে জানায়।

সমালোচনা
তবে আরো ভালুক হত্যার পরিকল্পনাকে পরিবেশবিদরা কড়া ভাষায় সমালোচনা করেছেন। তারা বলেছেন, এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন ও আইনত অবৈধ হতে পারে।

পরিবেশবিদ ও ইউরোপীয় পার্লামেন্টে বিরোধী দল প্রগ্রেসিভ স্লোভাকিয়ার সদস্য মিখাল ভিয়েজেক বলেন, ‘এটি একেবারেই অযৌক্তিক। পরিবেশ মন্ত্রণালয় এই সুরক্ষিত প্রজাতির নজিরবিহীন নিধনের মাধ্যমে ভালুকের হামলা কমাতে ব্যর্থ হয়েছে।

তাদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন আরো বেশি ভালুক হত্যার সিদ্ধান্ত নিয়েছে।’

ভিয়েজেক যুক্তি দেন, প্রতিবছর হাজার হাজার ভালুকের সঙ্গে মানুষের সাক্ষাৎ ঘটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না। তিনি আশা প্রকাশ করেন, ইউরোপীয় কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করবে।

সাম্প্রতিক বছরগুলোতে স্লোভাকিয়ায় ভালুকের সংখ্যা ও মানুষের সঙ্গে সংঘর্ষ বেড়ে যাওয়ায় এটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।  ২০২৪ সালের মার্চে ৩১ বছর বয়সী এক বেলারুশীয় নারী উত্তর স্লোভাকিয়ায় এক ভালুকের ধাওয়া খেয়ে পাহাড়ি খাদে পড়ে মারা যান।

কয়েক সপ্তাহ পর একটি বিশাল বাদামি ভালুক দিনের আলোয় লিপটোভস্কি মিকুলাস শহরের কেন্দ্র দিয়ে দৌড়ানোর ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা যায়, ভালুকটি গাড়ির পাশ দিয়ে ছুটছে এবং পথচারীদের দিকে তেড়ে যাচ্ছে। পরে কর্তৃপক্ষ জানায়, তারা ভালুকটিকে শিকার করে মেরে ফেলেছে। তবে সংরক্ষণবাদীরা দাবি করেন, যে ভালুককে হত্যা করা হয়েছে, সেটি আসল হামলাকারী ভালুক ছিল না।

পরিবেশমন্ত্রী টমাস তারাবা বুধবার বলেন, স্লোভাকিয়ায় বর্তমানে এক হাজার ৩০০-এর বেশি ভালুক রয়েছে, কিন্তু ৮০০ ভালুকই ‘যথেষ্ট সংখ্যা’, কারণ ভালুকের সংখ্যা ক্রমে বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ভালুকের সংখ্যা প্রায় স্থিতিশীল, যা আনুমানিক এক হাজার ২৭০টির কাছাকাছি।

বাদামি ভালুকরা কার্পাথিয়ান পর্বতমালা জুড়ে বিস্তৃত, যা রুমানিয়া থেকে পশ্চিম ইউক্রেন হয়ে স্লোভাকিয়া ও পোল্যান্ড পর্যন্ত ছড়িয়ে আছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ