<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় পণ্যে আবারও উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত যদি মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ অব্যাহত রাখে, তাহলে ভারতীয় পণ্যেও পাল্টা উচ্চ শুল্ক আরোপ করা হবে। স্থানীয় সময় গত সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন বাড়ি মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুল্ক আরোপ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক মতবিরোধ দীর্ঘ দিনের। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে ট্রাম্প প্রশাসনের আমলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত শুল্কযুদ্ধে জড়িয়ে পড়ে ভারত, যা উভয়পক্ষের ব্যবসায় প্রভাব ফেলে। শুল্কযুদ্ধের কারণে প্রথম মেয়াদে ভারতের বিশেষ বাণিজ্য মর্যাদা বাতিল করেন ট্রাম্প। তাঁর সর্বশেষ বক্তব্যের মধ্য দিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধের বিষয়টি আবারও স্পষ্ট হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারা (ভারত) যদি কর আরোপ করে, আমরাও একই পরিমাণ কর আরোপ করব। তারা কর আরোপ করুক, আমরাও করব। তারা প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর কর আরোপ করে আসছে। কিন্তু আমরা এখনো তাদের ওপর কর আরোপ করিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে অন্যতম ভারত ও ব্রাজিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ। কারণ ভারত যদি আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে কি আমরা তাদের ওপর একই শুল্ক আরোপ করব না? ভারত অনেক বেশি শুল্ক নেয়, ব্রাজিলও নেয়। তারা যদি আমাদের কাছ থেকে উচ্চ শুল্ক নিতে চায়, তাহলে ঠিক আছে। তবে আমরাও তাদের ওপর একই শুল্ক আরোপ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশাসনের মনোনীত বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেন, পাস্পরিক সম্পর্ক এমন একটি বিষয়, যা ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আপনি আমাদের সঙ্গে যেমন আচরণ করবেন, আমাদের কাছ থেকে তেমন আচরণই ফিরে পাবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ অর্থবছরে দেশ দুটির বাণিজ্য ১২০ বিলিয়ন ডলার অতিক্রম করে, যা ভারত ও চীনের মধ্যকার বাণিজ্যের চেয়ে সামান্য বেশি। চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি ভারতের অনুকূলে আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি বাজারের অংশীদারি ক্রমাগত বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির বাজার ছিল ১০ শতাংশ, যা বর্তমানে বেড়ে হয়েছে ১৮ শতাংশ। মূলত চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র পণ্য আমদানির জন্য ভারতের দিকে ঝুঁকে পড়ে। তবে ট্রাম্প নতুন করে উচ্চ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় ভারতের সামনে যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এনডিটিভি, দি ইন্ডিয়ান এক্সপ্রেস</span></span></span></span></span></p>