<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের গৃহবন্দি থাকার আবেদন মঞ্জুর করেছেন দেশটির আপিল আদালত। আদালতের এই সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারিতে জড়িয়ে সাজা ভোগ করা সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিরল বিজয়। তিন সদস্যের বেঞ্চের একটি বিভক্ত রায়ে গতকাল নাজিব রাজাকের গৃহবন্দি আপিলের শুনানি কুয়ালালামপুর হাইকোর্টে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। গত বছরের জুলাই মাসে গৃহবন্দি অবস্থায় থেকে কারাবাসের বাকি সাজা ভোগের জন্য দেশটির সাবেক বাদশাহ আল-সুলতান আবদুল্লাহর জারি করা একটি সংযোজন আদেশ উপস্থাপনের জন্য নাজিবের আইনি আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি আজহারি কামাল রামলি এবং বিচারপতি মোহাম্মদ ফিরোজ জাফরিল সংখ্যাগরিষ্ঠ রায়ের অংশ এবং প্রিজাইডিং বিচারক আজিজাহ নাওয়ায়ি আপিল মঞ্জুর না করার ভিন্নমত পোষণ করেন। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>