<p>গদ্য : <strong>একাত্তরের দিনগুলি</strong></p> <p>জাহানারা ইমাম</p> <p> </p> <p>বহু নির্বাচনী প্রশ্ন</p> <p>১।         জাহানারা ইমাম কত তারিখে জন্মগ্রহণ করেন?</p> <p>            ক) ৩ মে ১৯২৯    খ) ১৩ মে ১৯২৯  </p> <p>            গ) ২৩ মে ১৯২৯ ঘ) ২৯ মে ১৯২৯</p> <p>২।        জাহানারা ইমামের পিতা পেশায় কী ছিলেন?   </p> <p>            ক) আইনজীবী      খ) ডাক্তার</p> <p>            গ) অধ্যাপক        ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট</p> <p>৩।        ঢাকায় কোন স্কুলে জাহনারা ইমাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন?   </p> <p>            ক) ভিকারুননিসা নূন স্কুল   খ) সিদ্ধেশ্বরী গার্লস স্কুল</p> <p>            গ) আজিমপুর গভ. গার্লস স্কুল          ঘ) খিলগাঁও গার্লস স্কুল</p> <p>৪।        জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন?         </p> <p>            ক) নটর ডেম কলেজ                     খ) ঢাকা কলেজ</p> <p>            গ) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ</p> <p>            ঘ) সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ</p> <p>৫।        জাহানারা ইমাম কী হিসেবে পরিচিত?           </p> <p>            ক) লৌহমানবী     খ) শহীদ জননী</p> <p>            গ) জাতীয় শিক্ষক  ঘ) প্রধান কবি</p> <p>৬।        জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত?</p> <p>            ক) ক্যান্সারের সঙ্গে আবাস  খ) একাত্তরের দিনগুলি</p> <p>            গ) প্রবাসের দিনগুলি                      ঘ) গজকচ্ছপ</p> <p>৭।        জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ কী আকারে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণামূলক রচনা?</p> <p>            ক) মাসিকপঞ্জি     খ) দিনপঞ্জি</p> <p>            গ) সাপ্তাহিকপঞ্জি   ঘ) বার্ষিকপঞ্জি</p> <p>৮।        শরীফ লেখিকার সঙ্গে সম্পর্ক কী?</p> <p>            ক) বন্ধু   খ) সহপাঠী</p> <p>            গ) স্বামী  ঘ) প্রতিবেশী</p> <p>৯।        জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী?</p> <p>            ক) রনি   খ) রোহান <br /> গ) রুমী  ঘ) জামী</p> <p>১০।      ‘একাত্তরের দিনগুলি’ রচনায় বর্ণিত জামী কোন<br /> শ্রেণির ছাত্র ছিল? </p> <p>            ক) অষ্টম খ) নবম</p> <p>            গ) দশম ঘ) একাদশ</p> <p>১১।       ২৫ মে ১৯৭১ সালে কোন কবির জয়ন্তী ছিল? </p> <p>            ক) রবীন্দ্রনাথ ঠাকুরের       <br /> খ) কাজী নজরুল ইসলামের</p> <p>            গ) ফররুখ আহমদের                     ঘ) আহসান হাবীবের</p> <p>১২।      স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমদ ছদ্মনামে কে সংবাদ পাঠ করতেন?       </p> <p>            ক) আলমগীর কবির                      খ) শিমুল কবির</p> <p>            গ) আলী যাকের                ঘ) হাসান ইমাম</p> <p>১৩।      মতিউর রহমানের পরিবার কত তারিখে করাচি<br /> থেকে ঢাকা এসেছে?        </p> <p>            ক) ৯ সেপ্টেম্বর ১৯৭১                   খ) ১৯ সেপ্টেম্বর ১৯৭১</p> <p>            গ) ২৯ সেপ্টেম্বর ১৯৭১     ঘ) ৩০ সেপ্টেম্বর ১৯৭১</p> <p>১৪।      ‘একাত্তরের দিনগুলি’ রচনায় ‘রোদ হয় বৃষ্টি হয়, খ্যাঁক-শিয়ালির বিয়ে হয়।’—ছড়াটি কাটছিল কে?      </p> <p>            ক) রুমী              খ) জামী</p> <p>            গ) জাহানারা ইমাম                        ঘ) শরীফ</p> <p>১৫।      ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকা কোনটিকে নেশা বলেছেন? </p> <p>            ক) বাড়ি পরিবর্তন             খ) মাছ ধরা</p> <p>            গ) বাগান করা                  ঘ) রেডিও শোনা</p> <p>১৬।      জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় কেন?<br /> ক) মুক্তিযুদ্ধে ছেলে শহীদ হয়েছে বলে</p> <p>            খ) মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনা করেছেন বলে</p> <p>            গ) মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বলে</p> <p>            ঘ) মুক্তিযুদ্ধকে চেতনায় ধারণ করেছেন বলে</p> <p>১৭।      মতিউর রহমানের ফ্যামিলি কোথা থেকে ঢাকা এসেছে?</p> <p>            ক) ইসলামাবাদ    খ) রাওয়ালপিন্ডি</p> <p>            গ) করাচি            ঘ) অ্যাবোটাবাদ</p> <p>১৮। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত কে মতিউর রহমানের চল্লিশায় গিয়েছিল?</p> <p>            ক) শরীফ                        খ) ফকির</p> <p>            গ) সুজা              ঘ) রাব্বি</p> <p>১৯।      ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত মিসেস<br /> মতিউর কার বোন ছিলেন?</p> <p>            ক) শরীফ            খ) মনিরুজ্জামান </p> <p>            গ) ডলি  ঘ) সুজা</p> <p> </p> <p>            উত্তর  : ১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. গ।</p>