<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ ও রদবদলের হিড়িক শুরু হয়। বাদ যায়নি ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট বোর্ডে বদলে গেছে সভাপতি। পদত্যাগ করেছেন প্রভাবশালী পরিচালকরাও। নানা দিকে দাবি ওঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও। তবে সাবেক এই কিংবদন্তি ফুটবলার সাফ জানিয়ে দেন, পদত্যাগ করবেন না তিনি। বরং পঞ্চম মেয়াদে নির্বাচনেও অংশ নেওয়া নিশ্চিত করে বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হারি বা জিতি, নির্বাচন করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে সেই বক্তব্যের এক মাস পার হতে না হতেই সিদ্ধান্ত বদলে ফেললেন কাজী সালাউদ্দিন। গতকাল বাফুফে ভবনে এসে জানিয়ে দেন, ২৬ অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে লড়বেন না তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আপনাদের সাথে বসেছি, আমার ব্যক্তিগত বিষয়ে। আমি চার মেয়াদে আপনাদের সাথে ছিলাম। এই সুযোগ যে আমার জীবনে এসেছে, এ জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ২৬ অক্টোবরের যে নির্বাচন আসছে, সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আপনাদের জানানোর জন্য এসেছি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, গতকাল তড়িঘড়ি ডাকা সংবাদ সম্মেলনে বলেছেন সালাউদ্দিন। ফলে সাবেক কৃতী ফুটবলারের সংগঠক হিসেবে ১৬ বছর অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে অবশেষে। ২০০৮ সালে প্রথমবার নির্বাচন করেই বাফুফের সভাপতির মসনদে বসেছিলেন তিনি। এরপর আরো তিন মেয়াদে সভাপতির চেয়ারে আসীন থাকেন সালাউদ্দিন। এবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নির্বাচনের ঠিক ৪১ দিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন একদল সাবেক ফুটবলার, সংগঠক এবং সমর্থক গোষ্ঠী। এর পরও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। কিন্তু হঠাৎই দিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। কোনো চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নের উত্তর অবশ্য দেননি সালাউদ্দিন। তবে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি আগেই এই ঘোষণা দিয়ে দিলাম যেন কারো কোনো বিষয়ে কনফিউশন না থাকে। কারো কোনো সংশয় যেন না থাকে। আমি যা বলার, বলে দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফায় একনায়কতন্ত্র রুখতে ও নতুন নেতৃত্ব তৈরি করতে তিন মেয়াদের বেশি পদে না থাকার বিধান রয়েছে। সেই বিধান না মেনেই চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করেন কাজী সালাউদ্দিন। ফিফা অবশ্য এ ব্যাপারে আর তলব করেনি। বাফুফেও এ ব্যাপারে কখনো দৃষ্টিপাত করেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই সপ্তাহ আগে বাফুফে ভবনের সামনে ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও কয়েকজন সাবেক ফুটবলার মানববন্ধন করে নির্বাচন পেছানোর দাবি জানান। সেই মোতাবেক ফিফার কাছে চিঠি দেয় বাফুফে। কিন্তু এক দিনও নির্বাচন পেছানোর সুযোগ নেই জানিয়ে উত্তর দিয়েছে ফিফা। এ ব্যাপারে সালাউদ্দিন বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা জানেন যে আমাদের বাফুফের নির্বাচন আগামী ২৬ অক্টোবর। এই নির্বাচনের প্রেক্ষাপটে কিছু মানুষের চাওয়া ছিল, নির্বাচনটা যেন কিছুটা পেছায়। তো সেই অনুরোধ অনুযায়ী আমরা ফিফাকে চিঠি দিয়েছিলাম। ফিফা আমাদের নির্দেশনা দিয়েছে যে নির্বাচন কোনোভাবে এক দিনও পেছানো যাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সালাউদ্দিনের সরে দাঁড়ানোর পরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে পরের সভাপতি কে হচ্ছেন? সে ক্ষেত্রে তাবিথ আউয়ালের নামই ফুটবলপাড়ায় উচ্চারিত হচ্ছে। বাফুফের দুইবারের সাবেক এই সহসভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসছে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। আজ সংবাদ সম্মেলন করার কথাও রয়েছে তাবিথের। তখনই নাকি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা দেবেন তিনি। বাফুফে সভাপতি পদে আর কারোর প্রার্থিতার গুঞ্জন এখনো শোনা যায়নি।</span></span></span></span></p>