<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের কোটচাঁদপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার। স্বাদু পানিতে দেশি প্রজাতির মুক্তা উৎপাদনকারী ঝিনুকের সংরক্ষণ, প্রজনন ও মুক্তা চাষের মাধ্যমে বিভিন্ন ধরনের মুক্তা উৎপাদন নিয়ে বিস্তর গবেষণার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে গবেষণাগারটি তৈরি হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর রাইয়ান পার্ল হারবারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষণাগারটির উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী ও নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি), কোটচাঁদপুর, ঝিনাইদহ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাইয়ান পার্ল হারবারের পরিচালক নজরুল ইসলাম বলেন, গবেষণার মাধ্যমেই তৈরি হবে দেশি প্রজাতির ঝিনুকে উন্নতমানের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রেডের বিভিন্ন ধরনের মুক্তা। তাই মুক্তা উৎপাদনকারী এই দেশি ঝিনুকের সংরক্ষণ ও প্রজনন গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত উদ্যোগ, স্বল্প পুঁজি ও চাষ প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে যে কেউ মুক্তা চাষ করতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তা চাষ বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুচিশিল্পের মতো নারীরা ঘরে বসেই এই কাজ করে স্বাবলম্বী হতে পারে। তবে আভিজাত্যের প্রতীক এই মুক্তা ব্যবহারে দেশের মানুষ উদ্বুদ্ধ হলে বাজারে ইমিটেশনের পরিবর্তে মুক্তার চাহিদা বাড়বে এবং দেশে মুক্তাশিল্প গড়ে উঠবে।</span></span></span></span></p>