<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সব সেবার ডিজিটাইজেশন চায় সরকার। আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাতের উন্নয়নে সব পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং শিল্প স্থাপন ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আরো পদক্ষেপ নেবে সরকার।  </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত জুলাই মাসের মধ্যাহ্ন ভোজসভায় এ কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্মার্ট বাংলাদেশ গঠনে আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শীর্ষক আলোচনায় মূল বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ও কোষাধ্যক্ষ আল-মামুন এম রাসেল বক্তব্য দেন। সভায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর (ফরেন কমার্শিয়াল সার্ভিস) জন ফেসহ যৌথ এ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অর্থ প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিজ্ঞান শিক্ষায় উৎসাহ, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দেবে। দেশকে স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণ, যুবদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে কৃষি খাতে সহায়তা দেবে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মূল উপস্থাপনায় তিনি তুলে ধরেন, স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২,৫০০ ডলার। তখন ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে এবং চরম দারিদ্র্য শূন্যে নেমে আসবে বলে উপস্থাপনায় তুলে ধরে অর্থ প্রতিমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে। রাজস্ব-জিডিপি অনুপাত ২০ শতাংশের ওপরে হবে। বিনিয়োগ জিডিপির ৪০ শতাংশ হবে।  </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সক্ষমতা অর্জন করব। আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক পরিষেবার সহজ ব্যবহার দারিদ্র্য বিমোচন এবং ই-কমার্স বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য অনেক পরিকল্পনা বাস্তবায়ন করছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২৫ সালের মধ্যে নগদ লেনদেন ৩০ শতাংশ কমিয়ে আনবে এবং ২০৩১ সালের মধ্যে শতভাগ ক্যাশলেস লেনদেন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স মিটিংয়ে এ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।</span></span></span></span></span></span></span></span></p>