<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি ইস্যুয়ার কম্পানির আইপিও এবং আরপিও অর্থ ব্যবহার পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার বিএসইসির ৯২৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেসব কম্পানির আইপিও এবং আরপিওর অর্থ ব্যবহার পরিদর্শন করা হবে সেগুলো হলো : বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিংশাইন, সিকদার ইনস্যুরেন্স ও সিলভা ফার্মা।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচিত কম্পানিগুলোর মধ্যে বিএসসি আরপিওর মাধ্যমে বাজার থেকে টাকা সংগ্রহ করেছে। বাকি কম্পানিগুলো টাকা তুলেছে আইপিওর মাধ্যমে। বেশির ভাগ কম্পানির বিরুদ্ধে হিসাব কারসাজি করে আর্থিক স্বাস্থ্য ভালো দেখিয়ে আইপিওতে আসার অভিযোগ আছে। অন্যদিকে বেশ কয়েকটি কম্পানি যে খাতে ও যে সময়সীমার মধ্যে আইপিওতে সংগ্রহ করা অর্থ ব্যবহার করবে বলে প্রসপেক্টাসে উল্লেখ করেছিল, বাস্তবে তা করেনি। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে বিএসইসি। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যে বেস্ট হোল্ডিংস আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। আর ইনডেক্স অ্যাগ্রো আইপিওতে উত্তোলন করেছে ৫০ কোটি টাকা, জেএমআই হসপিটাল আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা, লুব-রেফ আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালস তুলেছিল ৭৫ কোটি টাকা, রিংশাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা, সিকদার ইনস্যুরেন্স আইপিও থেকে ১৬ কোটি টাকা এবং সিলভা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে তুলেছিল ৩০ কোটি টাকা।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>