<p>বিলাসবহুল গাড়ির উৎপাদন ও রপ্তানি করে জার্মানি। মার্সিডিস বেঞ্জ, অডি ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল এসব গাড়ি দেশেও আমদানি করা হয়। তবে আমদানি শুল্কহার সিসিভেদে ৩০০ শতাংশেরও বেশি। শুল্কহার কমাতে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন, জার্মানির মার্সিডিস বেঞ্জ, অডি ও বিএমডব্লিউর গাড়ির সিসি অনুযায়ী আমদানি শুল্কের পরিমাণ ৩০০ শতাংশেরও বেশি। সেই সঙ্গে অ্যাসেসমেন্ট পদ্ধতি, সর্বনিম্ন ইনভয়েস মূল্য নির্ধারণ পদ্ধতিও বেশ জটিল। অন্যদিকে জাপানের গাড়ি আমদানির ক্ষেত্রে এসব পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, জাপানি গাড়ি খালাস করতে সময় লাগে না। বন্দর ও শিপিং চার্জ সাশ্রয়ী এবং ক্রেতাকে আগে থেকেই এর মূল্য সম্পর্কে জানানো হয়। জাপানের মতো একই প্রক্রিয়ায় আমদানি সহজীকরণের আহ্বান জানান তিনি।</p> <p> </p>