করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সনি : জাপানের ব্র্যান্ড সনির অফিশিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের (বিডি) চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনির ম্যানেজার ভিনসেন্ট টে। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

কৃষি ব্যাংক : বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৫-এর প্রথম ধাপের লটারি ড্র ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলীর উপস্থিতিতে এই লটারি ড্র সম্পন্ন হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থীকে অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক। এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক : মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

ঈদ উপলক্ষে নতুন দুই স্মার্টফোন আনল শাওমি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে নতুন দুই স্মার্টফোন আনল শাওমি

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন-শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ এনেছে শাওমি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেলিব্রিটিং ঈদ উইথ মি আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।

অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরো ভালোভাবে তাঁদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি। ফোন দুটির অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে দেবে দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স।

 

মন্তব্য

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন বেক্সিমকো ফার্মার ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিক্সের গতকাল ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার ফার্মা। এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কম্পানিগুলো হলোবাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস এক্সেসরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক এবং লাভেলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ