প্রাণ-প্রকৃতি
সুন্দরী পোকা লেডিবার্ড বিটিল
বাংলাদেশে ৯৩ প্রজাতির লেডিবার্ড বিটিল আছে। এর মধ্যে ৮০টি প্রজাতিই উপকারী, যারা পরভোজী স্বভাবের। ফসলের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ওরা কৃষকদের উপকার করে। মাত্র ১৩টি প্রজাতি উদ্ভিদভোজী। উদ্ভিদভোজী হলেও ওরা অন্য পোকাদের মতো ধানগাছের ক্ষতি করে না, ধানগাছে ফুল ফুটলে সেসব ফুলের রেণু খেয়ে ওরা বেঁচে থাকে
মৃত্যুঞ্জয় রায়
সম্পর্কিত খবর