<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে নতুন আশা জেগেছে। তাদের স্বপ্ন নতুন এক বাংলাদেশের, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সব ক্ষমতা থাকবে জনগণের কাছেই।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন প্রজন্মের মতে, একাত্তরে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম এবং বহু প্রাণের বিনিময়ে বাঙালি ছিনিয়ে এনেছে বিজয়ের লাল সূর্য। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান  বাংলাদেশিদের জন্য একটি নবজাগরণ। স্বৈরাচারের পতনের মাধ্যমে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন। নতুন করে পথচলা শুরু। নতুন দেশে তাই এবারের বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির ইসলামের মতে, একাত্তরের মুক্তিযুদ্ধ, উনসত্তর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন প্রজন্মের কাছে ঐক্য ও সংগ্রামের অনন্য উদাহরণ। আমরা বিজয় দিবসকে দেখি অতীতের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত, সমতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা হিসেবে। গণ-অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা একটি গণতান্ত্রিক ও উন্নত ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা করি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আহমেদ সাদ বলেন, বর্তমান প্রজন্ম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য রকম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এক প্রজন্ম। এরা সব কিছুতেই আগ্রহী। একাত্তরের সঠিক ইতিহাস এই প্রজন্মকে জানানো উচিত, সামনে নিয়ে আসা উচিত। শুধু একাত্তর নয়, একাত্তর-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহগুলো বিশদভাবে জানাতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহমেদ সাদের মতে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা বর্তমানে একটি অভ্যুত্থান-পরবর্তী সময়ের মাঝ দিয়ে যাচ্ছি। ইতিহাস মানুষকে শেখায়, জানায়, সতর্ক করে। নতুন প্রজন্ম নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে  ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেকোনো বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একত্তরের  বিজয় অর্জিত হয়েছে। তখন আমাদের নানা প্রত্যাশা ছিল। চব্বিশের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তারই প্রতিফলন। বিজয়ী জাতি হিসেবে আমরা এমন একটি রাষ্ট্রের প্রত্যাশা করি, যেখানে নাগরিকের অধিকার রক্ষা হবে, বৈষ্যমের অবসান হবে, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সুস্থ ধারার রাজনীতি বিদ্যমান থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">”</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন প্রজন্মের কাছে বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়। এটি দেশপ্রেম, ঐক্য ও বৈষম্যহীনতার প্রতীক। নানা বাস্তবতায় বিজয়ের ৫৩ বছরেও প্রত্যাশিত বাংলাদেশ আমরা পাইনি। তবে জুলাই বিপ্লবের মাধ্যমে সুযোগ এসেছে ব্যর্থতার জাঁতাকল থেকে মুক্ত করে দেশকে পুনর্গঠনের। তরুণ প্রজন্ম এই দিবসে দুর্নীতিমুক্ত এবং ন্যায্যতাভিত্তিক একটি সমৃদ্ধ রাষ্ট্র দেখার প্রত্যাশা করে। প্রত্যাশা করে গ্রাম-শহরের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান সুযোগ সৃষ্টির। তরুণদের বিশ্বাস, তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে একটি উন্নত ভবিষ্যতের পথে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবস শুধু আনন্দ বা উদযাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয়। বিজয়ের এই দিনে আমি প্রতিজ্ঞা করি, এমন একটি কৃষিব্যবস্থার জন্য কাজ করব, যা আমাদের জাতির ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে ভবিষ্যতের টেকসই উন্নয়নকেও ধারণ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার চেতনা স্মরণ করিয়ে দেয়। এ দিনটি আমাদের প্রেরণা জোগায় নতুন করে দেশ ও জাতির জন্য কাজ করার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল হাই স্বপন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়। একাত্তর-পরবর্তী সময়ে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয় বাঙালি জাতিকে। ৫৩ বছর পরেও বাঙালি জাতি অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে একটি উন্নত রাষ্ট্রের স্বাদ এখনো পরিপূর্ণভাবে পায়নি। এ দেশের কলুষিত রাজনীতির কারণে বাঙালি জাতি বিজয়ের পরও শান্তির বাংলাদেশ পায়নি। গুম, গণহত্যা, বাকস্বাধীনতা হরণ, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি খাতে দলীয়করণ হয়েছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আব্দুল হাই স্বপন মতে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের জাতীয় দিবসগুলো এত দিন ধরে সাধারণের জন্য ছিল না, ছিল শুধু রাজনৈতিক দলগুলোর। বিজয় উৎসব হবে জনসাধারণের জন্য। জনসাধারণ মনে-প্রাণে ধারণ করবে এমন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। নতুন বাংলাদেশে বিজয় দিবস হবে এ দেশের কৃষক-শ্রমিক-গার্মেন্টসকর্মী থেকে শুরু করে সব শ্রেণির, সব নাগরিকের। এ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়মুক্ত হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে রাজনৈতিক দল জবাবদিহির মধ্যে থাকবে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ দলীয়করণমুক্ত থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। নতুন প্রজন্ম বিজয়ের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। দেশ আবারও স্বৈরাচারের কবলে পড়লে তরুণ প্রজন্ম একাত্তরের বিজয়ের চেতনা মনে-প্রাণে ধারণ করেই দেশকে স্বৈরাচারমুক্ত করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>