<p>বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন শাখার উদ্যোগে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজনও করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="ভাষাশহীদদের শ্রদ্ধায় স্মরণ বসুন্ধরা শুভসংঘের" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/February/22-02-2024/Rif/22-02-2024-P15-3.jpg" style="float:left" width="300" />ঢাকা : রাজধানীর মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাস ১ ও ২-এর শিক্ষার্থীরা শহীদ মিনরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক সেলিনা আক্তার ও সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে তারা নিজ নিজ ক্যাম্পাস থেকে ফুল হাতে নিয়ে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাস ১-এর সহকারী শিক্ষক তানিয়া আক্তার, বীথি আক্তার, ক্যাম্পাস ২-এর সহকারী শিক্ষক তানিয়া ইসলাম, বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সহসভাপতি তাওসিফ আল সাদিফ, দিবা দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া মেঘলা, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মারুফ, কর্ম সম্পাদক (পরিকল্পনা) শ্রাবণী আক্তার ফাতেমা প্রমুখ।</p> <p>এদিকে কলেজবাজার এলাকার এ জে চৌধুরী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শাখার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি শারমিন মনি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, সহসাধারণ সম্পাদক ফারহান উদ্দিন প্রমুখ।</p> <p>অন্যদিকে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুর রব, প্রো-ভাইস চ্যান্সেলর এম মাহমুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসাইন, সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসাইন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম সাদেক, রক্ষণাবেক্ষণ ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ।</p> <p>অন্যদিকে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাটের কালাই উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল ইসলাম, অর্থ সম্পাদক শিহাব শামীম, সদস্য শাহীনুর ইসলাম, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক হেলেনা আক্তার ও শামীমা।</p> <p>বেতাগী (বরগুনা) : বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার উদ্যোগে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনাসভায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভসংঘের স্কুল শাখার উপদেষ্টা মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন গাজী। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি কামাল হোসেন খান  প্রমুখ।</p> <p>নীলফামারী : শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বসুন্ধরা শুভসংঘ। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ।</p> <p>চাঁদপুর : চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা, শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন।</p> <p>খুলনা : বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র খুলনা ব্যুরোর প্রধান গৌরাঙ্গ নন্দী, বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহসভাপতি দয়াল কৃষ্ণ সানা প্রমুখ।</p> <p>মুন্সীগঞ্জ : কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি দেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সহসভাপতি মো. সাইফুল ইসলাম রনি, মাহমুদ হাসান সাহিম, ফজলে রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাজু, সৃজন শাহরিয়ার অর্ণব, সহদপ্তর সম্পাদক মো. ইকরামুল হাসান প্রমুখ।</p> <p>চকরিয়া (কক্সবাজার) : বসুন্ধরা শুভসংঘ কক্সবাজারের চকরিয়া শাখার আয়োজনে কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ভাষা আন্দোলনের ওপর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ চকরিয়া শাখার সভাপতি আবুল মাসরুর আহমদ। স্কুলের কো-অর্ডিনেটর ও বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আপন শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ চকরিয়া শাখার প্রধান উপদেষ্টা ছোটন কান্তি নাথ প্রমুখ।</p> <p> </p> <p> </p>