<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নভেম্বরের মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের চূড়ান্ত তালিকা তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি <img alt="নভেম্বরের মধ্যে শহীদের চূড়ান্ত তালিকা" height="351" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/03-11-2024/kk-33a-03-11---24-14.jpg" style="float:left" width="250" />ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদদের একটি স্বচ্ছ তালিকা আমরা চাই, যেন বাছাইকরণ প্রক্রিয়াটাও স্বচ্ছ হয়। ভুয়া কেউ যেন এই তালিকায় ঢুকে না যায়। আশা করছি, নভেম্বরের মধ্যেই আমরা তা করতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে শহীদদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়ে সার্জিস এসব কথা বলেন। তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ফাউন্ডেশনকে আমরা জীবনের বিনিময়ে হলেও বাঁচিয়ে রাখব। এই ফাউন্ডেশনের কাজ মাত্র শুরু হয়েছে। কিছুটা গছিয়ে উঠতে পারলে ধীরে ধীরে সব শহীদ ও আহত ভাইয়ের বাড়িতে যাব। পর্যায়ক্রমে তাদের জন্য কাজ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>