<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী বছর হজে যেতে নিবন্ধনের সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন ৩০ নভেম্বরে শেষ হওয়ার কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনের অনুরোধ করা হলো। এই সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপত্ভাবে করা যাবে। কেউ ইচ্ছা করলে কাঙ্ক্ষিত প্যাকেজমূল্য পুরো পরিশোধও করতে পারেন। তবে এরপর আর সময় বাড়ানো হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।</span></span></span></span></p>