<p>বিলুপ্ত করার প্রায় তিন মাস পর ফের আহ্বায়ক কমিটি পেল খুলনা জেলা কমিটি। তবে আংশিক ঘোষিত কমিটিতে বাদ পড়েছেন সাবেক আহ্বায়ক ও সদস্যসচিব। কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্যসচিব করা হয়েছে।</p> <p>গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব ঘোষণা করা হয়। ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।</p> <p> </p> <p> </p> <p> </p>