<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জলঢাকায় শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজে ক্রিকেট টুর্নামেন্ট ও গণবিশ্বদ্যািলয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ছাড়া বদলগাছীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়ছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে গতকাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সহসভাপতি আরিয়ান ফয়সাল, সহসভাপতি হাসানুল বান্নাহ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আবদুল্লাহ, প্রচার সম্পাদক মিরাজ বেপারী প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="জলঢাকায় বিজয় দিবসে শিক্ষার্থীদের নিয়ে কুইজ" height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />এদিকে গণবিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল বিনা মূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি মো. সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল আকন্দ, দপ্তর সম্পাদক মো. নাঈম সর্দার, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, সাজিদ জোবায়েদ, মো. বাইজিত প্রমুখ। সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলঢাকা (নীলফামারী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : জলঢাকায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিচারক ছিলেন রাবেয়া চৌধুরী ডিগ্রি মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক একরামুল হক ও মিনাবুর রহমান। প্রতিযোগিতায় সাথী আক্তার প্রথম ও পূর্ণতা রায় দ্বিতীয় স্থান অধিকার করে। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি বিবেকানন্দ মহন্ত, প্রভাষক পরমানন্দ রায়, শ্যামল কান্তি রায় প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বদলগাছী (নওগাঁ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বদলগাছী শাখার আয়োজনে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে শুভসংঘ সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ওসি শাহজাহান আলী। উপস্থিত ছিলেন কালের কণ্ঠ বদলগাছী-মহাদেবপুর প্রতিনিধি এমদাদুল হক দুলু, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, সদস্য মলিন কুমার প্রমুখ।</span></span></span></span></span></p>