<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আখতার হোসেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলটি হবে সম্পূর্ণরূপে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল। গতকাল সোমবার বিকেলে রংপুরের পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আখতার হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। বাংলাদেশের তরুণরা জুলাই-আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করেনি। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে। সেই শক্তিকে কোনোভাবেই কোনো সরকারের, অন্তর্বর্তী সরকারের বা অন্য কোনোভাবে তাদের সহযোগিতায় বা তাদের মদদপুষ্ট এমন কোনো দোষ আছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করছে। দু-একজন মন্ত্রী বা উপদেষ্টা একটি দল গঠন করে দিতে পারবেন, সেটা আমাদের কাছে মনে হয় না এবং আমরা সেই অনুকম্পার প্রার্থীও নই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে, থাকবে। প্রয়োজনে আমরা মাঠে নামব। এখন যেটা প্রয়োজন সেটা হলো ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ এবং প্রতিবাদ করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>