<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী ডাম্পার, ট্রাক্টর (ট্রলি) ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন। এতে একদিকে নষ্ট হচ্ছে সড়ক, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করলেও প্রশাসন আছে নীরব ভূমিকায়। সুন্দরবন উপকূলীয় এলাকার আবুল কাশেম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত মাটি, বালু ও ইটবাহী ডাম্পার, ট্রাক্টর, শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি চলছে। মাটি, ইট ও বালুবাহী অতিরিক্ত ওজনের এসব গাড়ির কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা পাকা সড়কগুলোর কার্পেটিং উঠে যাচ্ছে। সড়কে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। রাস্তায় মাটি পড়ে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুর ঝুঁকি। ঘটছে সড়ক দুর্ঘটনা। এসব যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই।</span></span></span></span></span></p>