<p>অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে দিনাজপুর বিরামপুর সীমান্তে দুই ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বুধবার (২৫ ডিসেম্বর) তাদের দুপুরে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।</p> <p>এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাণীনগর সীমান্তে মেইন পিলার ২৯৬ এলাকা হতে চার শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোংলায় ২৪ ঘণ্টায় ৫০ ডায়রিয়া রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735122731-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোংলায় ২৪ ঘণ্টায় ৫০ ডায়রিয়া রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461213" target="_blank"> </a></div> </div> <p>আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।</p> <p>বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টসকর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশে অবৈধভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে। আজ বুধবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।</p>